মহিউদ্দিন আহমেদ: সামান্যতম সুযোগ পেলেই আমলাদের টার্গেট করা হয়। স্বীকার করি, তাদের বেশিরভাগ এখন দুর্নীতিতে ডুবে আছে। কিন্তু আমাদের কিছু লোক লেখাপড়া না করে, যথাযথভাবে অবহিত না হয়ে আমলাদের আক্রমণ করে। তারা জানে না, এই দেশের মুক্তিযুদ্ধে আমলাদের অংশগ্রহণ ছিলো। আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুর সাথে তিনজন সিএসপি অভিযুক্ত ছিলেন। এছাড়া মন্ত্রণালয় চালানোর কথা তো মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর। প্রশ্ন তো হওয়া উচিত, তারা কী করেন? আমার আর একটি প্রশ্ন, এই যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, প্রতিদিন বিএনপির রিজভীর মতো বাসা থেকে ইন্টারনেটে ওহী নাজেলের অনুষ্ঠান করেন, সেখানে কোনো সাংবাদিক, আইমিন কোনো সাংবাদিক, মন্ত্রী ওবায়েদুল কাদের এই প্রশ্নটি কোনোদিন কেন করেননি, আপনাদের দল রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ, পাপিয়ার মতো সর্দারনী এবং ইসমাইল হোসেন সম্রাটের মতো জুয়াড়িদের মতো রত্নদের কোথায়, কী পদ্ধতিতে খুঁজে পেলেন এবং আপনাদের দলকে এমনভাবে ‘সমৃদ্ব’ করতে পারলেন? ফেসবুক থেকে