শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২০, ০৭:৪৫ সকাল
আপডেট : ০৯ জুলাই, ২০২০, ০৭:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাঙ্গামাটির সাংসদ দীপংকর তালুকদারকে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত

রাঙ্গামাটি প্রতিনিধি: [২]জেলার ২৯৯ আসন থেকে নির্বাচিত সাংসদ দীপংকর তালুকদারকে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদে মনোনীত করায় পাহাড়ে আনন্দের বন্যা বইছে। বুধবার বিকালে জেলা আওয়ামীলীগের কার্য্যলয়ে অংগ সংগঠনের উদ্যোগে সাংসদকে সংর্বধনা জানানো হয়েছে ।

[৩] সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শূন্য হওয়া খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদে দায়িত্ব দেয়া হয়েছে রাঙ্গামাটি থেকে নির্বাচিত একই দলের সংসদ সদস্য দীপংকর তালুকদারকে।

[৪] বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে সংসদীয় কমিটি পুনর্গঠন করে তাকে এ দায়িত্ব দেয়া হয়। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এ প্রস্তাব করেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়।

[৫] করোনায় আক্রান্ত মোহাম্মদ নাসিম গত ১৩ জুন মারা গেলে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদটি শূন্য হয়। পাহাড়ের জনপ্রিয় প্রবীন আওয়ামী লীগের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারকে এ দায়িত্ব দেয়া হয়।

[৬] এই সংবর্ধনা অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর ,উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জমান রোমন সাবেক মহিলা সাংসদ ফিরোজা বেগম চিনু সাংগীঠক সম্পাদক জমির উদ্দীন যুগ্ন সম্পাদক কাজী জসিম উদ্দীন বাবুল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাওয়াল উদ্দীনসহ অন্যন্যা নেতাকমীরা উপস্থিত ছিলেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়