শিরোনাম

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২০, ১১:৩৫ দুপুর
আপডেট : ০৮ জুলাই, ২০২০, ১১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অজয় দাশগুপ্ত : বাংলাদেশকে সমৃদ্ধ করে বিদায় নেওয়া আরেক মহীরুহ এন্ড্রু কিশোর

অজয় দাশগুপ্ত : বাংলাদেশকে সমৃদ্ধ করে বিদায় নেওয়া আরেক মহীরুহ। সারাজীবনে মাত্র একটা ‘ংরমহরভরপধহঃ’ কাজ একজন মানুষকে অমর করতে পারে। এন্ড্রু কিশোর মারা গেলেন। বাংলা সংগীতে তার কাছাকাছি অবদান আর কয়জনের আছে, আমি জানি না।  একদিন, আমরা কেউ থাকব না, কেউ আমাদের মনে করবে না, সেদিনও এন্ড্রু কিশোরের গান পৃথিবীতে বাজবে। কিছু মানুষের মন বিষাদে ভরে যাবে, কেউ স্মৃতিকাতর হবে। ‘পরকালে ভালো থাকবেন’ কথাটা আমার খুব ‘ক্লিশে’ লাগে, তাই লিখলাম না। পরকালে তিনি আমার কথা শুনবেন কিনা, অথবা শুনলেও আমার শুভেচ্ছায়, তার পরকালের জীবনে কোনো প্রভাব পড়বে কিনা, সে বিষয়ে আমার ঘোরতর সন্দেহ আছে।

আমি মাঝে মাঝে চিন্তা করি, আমি মারা গেলে কে কী লিখবেন। ফেসবুকে, কে কী আলাপ করবেন নানা আড্ডায়। এন্ড্রু কিশোরও নিশ্চয়ই ভাবতেন, তিনি মারা গেলে তার কোন গানগুলো সবাই শেয়ার করবে। অদ্ভুত জীবন। তাই শুধু বলছি, শ্রদ্ধাচিত্তে স্মরণ করি এই মহান গায়ককে। এটি আমার নিজের দায়বদ্ধতা নিজের বেড়ে ওঠা সত্তার কাছে। ‘হায় রে মানুষ রঙিন ফানুস’। কণ্ঠ : এন্ড্রু কিশোর। গীতিকার : সৈয়দ শামসুল হক। সুরকার : আলম খান। চলচ্চিত্র : বড় ভালো লোক ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়