শিরোনাম
◈ ‘ভয়াবহ দুর্নীতি’ আদানি চুক্তিতে: বাতিলের জন্য যেতে হবে আন্তর্জাতিক আদালতে ◈ সিডনিকে সিক্সার্সকে হা‌রি‌য়ে বিগ ব্যাশে রেকর্ড ষষ্ঠ শিরোপা জয় কর‌লো স্করচার্স ◈ দেশের মানুষের জন্যই বিএনপির রাজনীতি: তারেক রহমান ◈ ভারত থেকে ৮ ট্রাকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক প্রবেশ করল দেশে ◈ চীনের অনুদানে যে কারণে নীলফামারীতে হবে ১০ তলা হাসপাতাল, আরও যা যা থাকছে ◈ কোথায় রাখা হবে পোস্টাল ব্যালট, গণনা কোন পদ্ধতিতে ◈ আই‌সি‌সি এমন কে‌নো, কী কার‌ণে বাংলাদেশ ভারতের বাইরে খেলতে পারবে না— প্রশ্ন অ‌স্ট্রেলিয়ান গিলেস্পির  ◈ বিশ্বকাপ বয়কট আলোচনার মধ্যে দল ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ কোনো দল বা গোষ্ঠী কাউকে সিট দেওয়ার মালিক নয় : মির্জা আব্বাস  ◈ বড় দলগুলোর হেভিওয়েট নেতাদের ভূমিধস পতন হবে: সারজিস আলম

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২০, ১০:২৫ দুপুর
আপডেট : ০৭ জুলাই, ২০২০, ১০:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোচ ফ্লাওয়ারের গলায় ইউনিস খানের ছুরি ধরার অভিযোগ নাকচ করলেন ইনজামাম

স্পোর্টস ডেস্ক: [২] গ্রান্ট ফ্লাওয়ার স¤প্রতি অভিযোগ করেছেন যে, পাকিস্তানের সাবেক তারকা ব্যাটসম্যান ইউনিস খান তার গলায় বছর চারেক আগে একবার ছুরি ধরেছিলেন। তবে জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটারের দাবি নাকচ করে দিয়েছেন ইনজামাম উল হক। তিনি সেসময় পাকিস্তান জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্বে ছিলেন।

[৩] স্থানীয় গণমাধ্যম ডন টিভিকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক পাকিস্তানি অধিনায়ক ইনজি বলেছেন, ‘আমি ওই সময় প্রধান নির্বাচক ছিলাম। এমন কোনো ঘটনা ঘটার কথা কিংবা আমার কাছে জানানোর কথা আমি মনে করতে পারছি না। - দ্য ডন

[৪] জাতীয় দলের সাবেক সতীর্থ ইউনিসের সমর্থনে তিনি যোগ করেছেন, ‘জানি না কী কারণে গ্রান্ট ফ্লাওয়ার এমন কথা বলেছে। ইউনিসের সঙ্গে আমি অনেক খেলেছি এবং আমি তাকে ভালো করে জানি। গ্রান্টের কথা ছাড়ুন, কারও সঙ্গেই ও (ইউনিস) এমন কিছু করতে পারে না।

[৫] ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত টানা পাঁচ বছর পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেন ফ্লাওয়ার। কয়েকদিন আগে তার তোলা দাবি আনুসারে, ২০১৬ সালে অস্ট্রেলিয়া সফরে সকালের নাশতার সময় ঘটনাটি ঘটেছিল। ব্যাটিং নিয়ে পরামর্শ দিতে যাওয়ায় তার গলায় ছুরি ধরেছিলেন ইউনিস। সেখানে পাকিস্তানের তৎকালীন প্রধান কোচ মিকি আর্থারও নাকি উপস্থিত ছিলেন।

[৬] জিম্বাবুয়ের বিখ্যাত ফ্লাওয়ার ভাইদের ছোটজন গ্রান্ট এখন আছেন শ্রীলঙ্কায়। আর পাকিস্তানের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়ে বর্তমানে দলের সঙ্গে ইংল্যান্ড সফরে আছেন ইউনিস।

[৭] তবে এরই মধ্যে বিষয়টির সমাধান হয়ে গেছে খবর প্রকাশিত হয়েছে পাকিস্তানের গণমাধ্যমগুলোতে। তারা জানিয়েছে, ফোনালাপে নিজেদের ভুল বোঝাবুঝির ইতি টেনেছেন ফ্লাওয়ার ও ইউনিস। - ডেইলি স্টার

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়