মিনহাজুল আবেদীন : [২] সোমবার জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দ্বীপ কিউশুতে প্রবল বৃষ্টিপাত হয়েছে। প্লাবিত হয়েছে আরও একটি নদীর তীর। টানা বৃষ্টিপাতের ফলে দেশটিতে গত ৩ দিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জন। জাগোনিউজ
[৩] এক প্রতিবেদনে জানিয়েছে, ৫ লাখের বেশি বাসিন্দাকে অন্যত্র নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কতৃপক্ষ। রয়টার্স
[৪] কিউশুতে উদ্ধার অভিযানে পাঠানো হয়েছে সেলফ ডিফেন্স ফোর্সের ৪০ হাজার সদস্য। তবে রাস্তাঘাট তলিয়ে গেছে, ধসে পড়েছেসেতু, গাড়ি উল্টে পড়ে আছে। বাড়িঘরগুলোর উপর জমেছে ময়লা-আবর্জনা। বিবিসি বাংলা
[৫] প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, বুধবারের মধ্যে দেশের উত্তরাঞ্চলেরও ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। এজন্য তিনি ২৪ ঘণ্টা উদ্ধার অভিযান শুরুর নির্দেশ দিয়েছেন। ভোয়া