শিরোনাম
◈ নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ: ২০টি গ্রেডে কার বেতন কত বাড়ছে? ◈ সেনাপ্রধানের নির্বাচন নিয়ে নতুন বার্তা ◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২০, ১২:২২ দুপুর
আপডেট : ০৭ জুলাই, ২০২০, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উন্নতি চোখে পড়ারমতো না হলেও অর্থনীতির চাকা ঘুরছে

বিশ্বজিৎ দত্ত : [২] আইডিসিআরের তথ্য অনুযায়ি দেশে কোভিড সংক্রমণের হার কমছে ৯৯ শতাংশ। জুনের আগে একজন সংক্রমিত ব্যক্তি ২ জনকে সংক্রমিত করতে। এখন তা কমে হয়েছে ১.০৫ শতাংশে। অর্থাৎ একজন সংক্রমিত লোক এখন ১ জনকেই সংক্রমিত করছে।

[৩] রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসাব অনুযায়ি, ২৭১ কোটি ৪৯ লাখ ডলারের রপ্তানি হয়েছে। যা গত এপ্রিলে ছিল ৫২ কোটি ডলার। এই হিসাবে রপ্তানি বৃদ্ধি হয়েছে ৮৫ শতাংশ। তবে সার্বিক রপ্তানি এখনো গত বছরের চেয়ে ১৭ শতাংশ কম।

[৪] বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, জুনে দেশের রিজার্ভ ৩৬ বিলিয়ন ছাড়িয়ে গেছে। এরমধ্যে রেমিটেন্স এসেছে ১৮ বিলিয়ন ডলারের।

[৫] কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজি জানিয়েছেন, এবারের বর্ষা সময়মতো এসেছে। জুনে বৃষ্টি সময়মতো হওয়ায় বীজ বপনের কাজ দ্রুত এগোচ্ছে। বৃষ্টি ১৮ শতাংশ বেশি হয়েছে আগের বছরের চেয়ে। ফলে আগামী ফসল ভাল হবে।

[৬] রাজস্ব আয়ে মন্দা থাকলেও তা ২০১৯ সালের সমান আদায় হবে বলে মনে করছে এনবিআর। ২ লাখ ২০ হাজার কোটি টাকা রাজস্ব আয় হতে পারে।

[৭] কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল বলেন, বৈদেশিক আয়ের দিকগুলো বিপদজনক পর্যায়ে নেই। ডমস্টিক বাজার ঘুরতে শুরু করেছে। বাংলাদেশ ব্যাংকের প্যাকেজগুলো বাজারকে চাঙ্গা করবে। সপ্লাইচেইনেও কোন সমস্যা নেই। মূল্যস্ফিতিও নিয়ন্ত্রণেই থাকবে।

[৮] অর্থনীতিবিদ ড. বিনায়ক সেন জানান, কোভিডের সময়ে গ্রামীণ অর্থনীতি ৯০ ভাগ চালু ছিল। পরিবহন শুরু হয়েছে। দোকানপাট খোলছে। সুতরাং অর্থনীতি স্বাভাবিক অবস্থায় ফিরছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়