শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২০, ১২:২২ দুপুর
আপডেট : ০৭ জুলাই, ২০২০, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উন্নতি চোখে পড়ারমতো না হলেও অর্থনীতির চাকা ঘুরছে

বিশ্বজিৎ দত্ত : [২] আইডিসিআরের তথ্য অনুযায়ি দেশে কোভিড সংক্রমণের হার কমছে ৯৯ শতাংশ। জুনের আগে একজন সংক্রমিত ব্যক্তি ২ জনকে সংক্রমিত করতে। এখন তা কমে হয়েছে ১.০৫ শতাংশে। অর্থাৎ একজন সংক্রমিত লোক এখন ১ জনকেই সংক্রমিত করছে।

[৩] রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসাব অনুযায়ি, ২৭১ কোটি ৪৯ লাখ ডলারের রপ্তানি হয়েছে। যা গত এপ্রিলে ছিল ৫২ কোটি ডলার। এই হিসাবে রপ্তানি বৃদ্ধি হয়েছে ৮৫ শতাংশ। তবে সার্বিক রপ্তানি এখনো গত বছরের চেয়ে ১৭ শতাংশ কম।

[৪] বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, জুনে দেশের রিজার্ভ ৩৬ বিলিয়ন ছাড়িয়ে গেছে। এরমধ্যে রেমিটেন্স এসেছে ১৮ বিলিয়ন ডলারের।

[৫] কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজি জানিয়েছেন, এবারের বর্ষা সময়মতো এসেছে। জুনে বৃষ্টি সময়মতো হওয়ায় বীজ বপনের কাজ দ্রুত এগোচ্ছে। বৃষ্টি ১৮ শতাংশ বেশি হয়েছে আগের বছরের চেয়ে। ফলে আগামী ফসল ভাল হবে।

[৬] রাজস্ব আয়ে মন্দা থাকলেও তা ২০১৯ সালের সমান আদায় হবে বলে মনে করছে এনবিআর। ২ লাখ ২০ হাজার কোটি টাকা রাজস্ব আয় হতে পারে।

[৭] কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল বলেন, বৈদেশিক আয়ের দিকগুলো বিপদজনক পর্যায়ে নেই। ডমস্টিক বাজার ঘুরতে শুরু করেছে। বাংলাদেশ ব্যাংকের প্যাকেজগুলো বাজারকে চাঙ্গা করবে। সপ্লাইচেইনেও কোন সমস্যা নেই। মূল্যস্ফিতিও নিয়ন্ত্রণেই থাকবে।

[৮] অর্থনীতিবিদ ড. বিনায়ক সেন জানান, কোভিডের সময়ে গ্রামীণ অর্থনীতি ৯০ ভাগ চালু ছিল। পরিবহন শুরু হয়েছে। দোকানপাট খোলছে। সুতরাং অর্থনীতি স্বাভাবিক অবস্থায় ফিরছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়