শিরোনাম
◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২০, ১২:২২ দুপুর
আপডেট : ০৭ জুলাই, ২০২০, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উন্নতি চোখে পড়ারমতো না হলেও অর্থনীতির চাকা ঘুরছে

বিশ্বজিৎ দত্ত : [২] আইডিসিআরের তথ্য অনুযায়ি দেশে কোভিড সংক্রমণের হার কমছে ৯৯ শতাংশ। জুনের আগে একজন সংক্রমিত ব্যক্তি ২ জনকে সংক্রমিত করতে। এখন তা কমে হয়েছে ১.০৫ শতাংশে। অর্থাৎ একজন সংক্রমিত লোক এখন ১ জনকেই সংক্রমিত করছে।

[৩] রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসাব অনুযায়ি, ২৭১ কোটি ৪৯ লাখ ডলারের রপ্তানি হয়েছে। যা গত এপ্রিলে ছিল ৫২ কোটি ডলার। এই হিসাবে রপ্তানি বৃদ্ধি হয়েছে ৮৫ শতাংশ। তবে সার্বিক রপ্তানি এখনো গত বছরের চেয়ে ১৭ শতাংশ কম।

[৪] বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, জুনে দেশের রিজার্ভ ৩৬ বিলিয়ন ছাড়িয়ে গেছে। এরমধ্যে রেমিটেন্স এসেছে ১৮ বিলিয়ন ডলারের।

[৫] কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজি জানিয়েছেন, এবারের বর্ষা সময়মতো এসেছে। জুনে বৃষ্টি সময়মতো হওয়ায় বীজ বপনের কাজ দ্রুত এগোচ্ছে। বৃষ্টি ১৮ শতাংশ বেশি হয়েছে আগের বছরের চেয়ে। ফলে আগামী ফসল ভাল হবে।

[৬] রাজস্ব আয়ে মন্দা থাকলেও তা ২০১৯ সালের সমান আদায় হবে বলে মনে করছে এনবিআর। ২ লাখ ২০ হাজার কোটি টাকা রাজস্ব আয় হতে পারে।

[৭] কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল বলেন, বৈদেশিক আয়ের দিকগুলো বিপদজনক পর্যায়ে নেই। ডমস্টিক বাজার ঘুরতে শুরু করেছে। বাংলাদেশ ব্যাংকের প্যাকেজগুলো বাজারকে চাঙ্গা করবে। সপ্লাইচেইনেও কোন সমস্যা নেই। মূল্যস্ফিতিও নিয়ন্ত্রণেই থাকবে।

[৮] অর্থনীতিবিদ ড. বিনায়ক সেন জানান, কোভিডের সময়ে গ্রামীণ অর্থনীতি ৯০ ভাগ চালু ছিল। পরিবহন শুরু হয়েছে। দোকানপাট খোলছে। সুতরাং অর্থনীতি স্বাভাবিক অবস্থায় ফিরছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়