সুজন কৈরী : [২] সোমবার সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক মাহবুবুর রহমান সংবাদ সম্মেলনে জানান, লিবিয়ায় ২৬ বাংলাদেশি নিহতের ঘটনায় তিনজন মূল হোতাকে শনাক্ত করা হয়েছে। তাদের ধন সম্পদেরও খোঁজ নেওয়া হচ্ছে। শিগগিরই তাদের সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
[৩] সিআইডি প্রধান বলেন, সিআইডির তদন্তকে আরও গতিশীল করার কাজ চলছে। আগে ষাট বা সত্তর শতাংশ ক্ষেত্রে মৌখিক স্বীকারোক্তির ওপর সিআইডি নির্ভর করতো, এখন ষাট থেকে সত্তর শতাংশ ফরেনসিক সাক্ষ্যের ওপর নির্ভর করার চেষ্টা চলছে। বিভাগটি ২২ ধরনের মামলা করে থাকে। ৮২ ভাগ ক্ষেত্রে তারা অভিযোগপত্র দিয়েছে, তবে সাজা হয়েছে ২৪ ভাগ ক্ষেত্রে।
[৪] তিনি আরো বলেন, ঢাকায় থানাটি স্থাপন করা হলেও, সারাদেশ থেকে অনলাইনে এই থানায় অভিযোগ দায়ের করার সুযোগ পাবেন ভুক্তভোগীরা।