শাহানা হুদা: ১ আগস্ট ঈদ হলে বেশি বোনাস পাবেন সরকারি চাকুরেরা। ৩১ জুলাই ঈদ হলে সরকারি চাকরিজীবীরা ঈদ বোনাস পাবেন জুন মাসের সমপরিমাণ। যদি ১ আগস্ট ঈদ হয় তাহলে তারা বোনাস পাবেন জুলাইয়ের মূল বেতনের সমান, মানে ৫ শতাংশ ইনক্রিমেন্টসহ। তবে এখন কোন তারিখ ঈদ ধরে বোনাস দেয়া হবে সেটা নির্ধারণে জটিলতায় পড়েছে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ও। ফেসবুক থেকে