শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২০, ১০:২৫ দুপুর
আপডেট : ০৫ জুলাই, ২০২০, ১০:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিঙ্গাপুর ও মালয়েশিয়া রুটের ফ্লাইট চালু হচ্ছে না

মিনহাজুল আবেদীন : [২] আগামী সেপ্টেম্বরের আগে সিঙ্গাপুর ও মালয়েশিয়া রুটে ফ্লাইট চালু করবে না রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। কোভিড-১৯ যাত্রী সংকটের কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এভিয়েশন্স বিডি

[৩] জানা গেছে, বর্তমানে ঢাকা থেকে আন্তর্জাতিক ক্ষেত্রে কেবল লন্ডন রুটে ফ্লাইট পরিচালনা করছে বিমান। কেভিড-১৯ রোগের প্রাদুর্ভাবে দীর্ঘ সময় বন্ধ থাকার পর ২১ জুন থেকে ঢাকা-লন্ডন রুটে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করে সংস্থাটি। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবি রুটে আবারো ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে বিমান। ১ জুলাই দেয়া ওই ঘোষণায় বিমান জানায়, ৬ জুলাই ঢাকা-দুবাই ও ৭ জুলাই ঢাকা-আবুধাবি রুটে ফ্লাইট চালু হবে। আরব টাইমস

[৪] তথ্য বলছে, দুবাই ও লন্ডন ছাড়া অন্য কোনো আন্তর্জাতিক রুটে ৩০ জুলাই পর্যন্ত ফ্লাইট চালাবে না বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে ম্যানচেস্টার রুটে ১৫ জুলাই পর্যন্ত এবং সিঙ্গাপুর ও মালয়েশিয়া রুটে ৩১ আগস্ট পর্যন্ত রাষ্ট্রায়ত্ত এ সংস্থার উড়োজাহাজ চলাচল করবে না। কুয়েত টাইমস

[৫] বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইট চালুর সময় পরে জানিয়ে দেয়া হবে। কী কারণে ফ্লাইট বন্ধ রাখা হবে। প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়