রিবেল মনোয়ার: যাতে তরুণরা বিমুখ হয়। আপনি সেটিকে গতিশীল করে উপযোগিতা বাড়িয়ে দিয়েছেন। এটি চরম অবস্থায় উপনীত হয়েছে। একজন বিশ্ববিদ্যালয়ের গবেষক কি পরিমাণ অপমানের স্বীকার হয়। এই সব ক্যাডার এর দম্ভে সেই খোঁজ রাখেন। সরকারি অফিসে কি পরিমাণ ক্ষমতা চর্চা হয় চিন্তাও করতে পারবেন না। বেসরকারি পেশাকে খুব খাটো করে দেখা হয়। আর তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়। এই সব সম্ভব হয়েছে অতি উপযোগের কারণে। একজন লতিফুর লাখ মানুষের রুটি রুজি ব্যবস্থা করেছে। এক মার্ক জুকারবার্গ কোটি মানুষের রুটি রুজি ব্যবস্থা করেছে। একজন বিসিএস ক্যাডার ক্ষমতা চর্চা আর পাজেরো গাড়ি ব্যবহার ছাড়া আর কি করেছে বলতে পারেন। ক্ষতি তখন হয় যখন বিশাল অংশ নিয়োজিত বিসিএস পরীক্ষা প্রস্তুতির জন্য। তাহলে তরুণ উদ্যোক্তা কীভাবে পাবেন। স্টিভ আরুইন, জবস, গেটস, লতিফুর, কীভাবে পাবেন। লাখ তরুণ চাকরি কীভাবে পাবে। ফেসবুক থেকে