শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২০, ০৯:২৬ সকাল
আপডেট : ০৩ জুলাই, ২০২০, ০৯:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড উপসর্গ নিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম.এ হক মারা গেছেন

আহমেদ শামীম, সিলেট:[২] করোনার উপসর্গ ও নিউমোনিয়া নিয়ে শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন সিলেটের প্রবীণ রাজনীতিবিদ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হক। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

[৩] এর আগে গত মঙ্গলবার (৩০ জুন) বিকালে শারীরিক অবস্থা খারাপ হলে হলে তিনি সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তবে তাঁর শরীরে করোনাভাইরাস ছিল কি-না তা জানা যায়নি। এরপর বুধবার রাতে তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আজ শুক্রবার তিনি নর্থ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

[৪] সিলেটে ও গ্রামের বাড়ি বালাগঞ্জে দুটি জানাজা শেষে নিজের শেষ ইচ্ছানুযায়ী এম. এ হককে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

[৫] শুক্রবার আছরের নামাজ শেষে বিকেল সাড়ে ৫টায় মানিকপীড় টিলার সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে লাশ নেওয়া হবে গ্রামের বাড়ি বালাগঞ্জের গহরপুরের কলুমা গ্রামে। সেখানে রাত সাড়ে ৭টায় ২য় জানাজা শেষে পারিবারিক করবস্থানে দাফন করা হবে।

[৬] বর্ষিয়ান রাজনীতিবিদ এম.এ হকের মৃত্যুতে সিলেটের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সিলেট জেলা ও মহানগর বিএনপি, আওয়ামী লীগ, যুবলীগ, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী সহ সর্ব মহলের নেতাকর্মীরা শোক প্রকাশ করছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়