আহমেদ শামীম, সিলেট:[২] করোনার উপসর্গ ও নিউমোনিয়া নিয়ে শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন সিলেটের প্রবীণ রাজনীতিবিদ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হক। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
[৩] এর আগে গত মঙ্গলবার (৩০ জুন) বিকালে শারীরিক অবস্থা খারাপ হলে হলে তিনি সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তবে তাঁর শরীরে করোনাভাইরাস ছিল কি-না তা জানা যায়নি। এরপর বুধবার রাতে তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আজ শুক্রবার তিনি নর্থ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
[৪] সিলেটে ও গ্রামের বাড়ি বালাগঞ্জে দুটি জানাজা শেষে নিজের শেষ ইচ্ছানুযায়ী এম. এ হককে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
[৫] শুক্রবার আছরের নামাজ শেষে বিকেল সাড়ে ৫টায় মানিকপীড় টিলার সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে লাশ নেওয়া হবে গ্রামের বাড়ি বালাগঞ্জের গহরপুরের কলুমা গ্রামে। সেখানে রাত সাড়ে ৭টায় ২য় জানাজা শেষে পারিবারিক করবস্থানে দাফন করা হবে।
[৬] বর্ষিয়ান রাজনীতিবিদ এম.এ হকের মৃত্যুতে সিলেটের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সিলেট জেলা ও মহানগর বিএনপি, আওয়ামী লীগ, যুবলীগ, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী সহ সর্ব মহলের নেতাকর্মীরা শোক প্রকাশ করছেন। সম্পাদনা: জেরিন আহমেদ