শিরোনাম
◈ বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান না হওয়ার সম্ভাবনা  ◈ দুটি ইস্যুতে উত্তপ্ত ঢাকা-দিল্লির কূটনৈতিক সম্পর্ক, বাড়ছে টানাপোড়েন ◈ কলকাতায় ভাঙচুরের ঘটনায় লিওনেল মেসি দায়ী: সু‌নিল গাভাস্কার ◈ ডিসেম্বরের মধ্যে পাঁচ ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার নির্দেশ গভর্নরের ◈ মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া ভারত বিজয় অর্জন করতে পারতো না: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ সৌদিতে হলরুম ভাড়া করে নির্বাচনী সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক ◈ আনিস আলমগীরের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি সিপিজের ◈ হিমালয়ের গভীরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী জলবিদ্যুৎ ব্যবস্থা তৈরি করছে চীন ◈ ইউক্রেনের সাথে আপস প্রত্যাখ্যান করেছেন পুতিন ◈ ৩০০ আসনের লড়াই: আসন ছাড়ে অনীহা, জোট রাজনীতিতে বাড়ছে টানাপোড়েন

প্রকাশিত : ০২ জুলাই, ২০২০, ১০:২৪ দুপুর
আপডেট : ০২ জুলাই, ২০২০, ১০:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনের অভিশাপ কোহলির জন্য ‘আশীর্বাদ’

স্পোর্টস ডেস্ক: [২] বিরাট কোহলি ও আনুষ্কা শর্মা। দু’জনেই দুই ভুবনের জনপ্রিয় তারকা। কেউ হয়তো ভারতে ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত, কেউ হয় শুটিং নিয়ে যুক্তরাষ্ট্রে। তবে এর মাঝেই সময় বের করে প্রেমের কাজটা ঠিকই চালিয়ে গেছেন তারা।

[৩] শিডিউলের জেরে একসঙ্গে সময় কাটানোর সুযোগ একেবারেই পান না বিরুষ্কা। নায়িকার কথায় যখন একে অপরের কাজের জায়গায় তারা হাজির হন, সেটা কোনও বন্দের দিন নয় বরং একে অপরকে এক ঝলক দেখা বা একসঙ্গে একবেলার খাবার খাওয়া মাত্র।

[৪] তবে আনুষ্কা শর্মা এবার যেটা জানালেন তা রীতিমত চমকে দেওয়ার মতো। প্রেমের সময়টা তো আলাদা, বিয়ের পর প্রথম ছয় মাসে বিরাট-আনুষ্কা একসঙ্গে থেকেছেন মাত্র ২১ দিন।

[৫] সাক্ষাৎকারে অনুষ্কা বলেন, ‘মানুষজন ভাবে যখন আমি বিরাটের সঙ্গে দেখা করতে অন্য দেশে যাই, বা ও (বিরাট) আমার কাজের জায়গায় আসে -সেটা হলিডে কিন্তু এক্কেবারেই তেমনটা নয়। কারণ, একজন মানুষ সবসময়ই কাজে ব্যস্ত।’ -ভোগ ম্যাগাজিন

[৬] তিনি বলেন, ‘শুনলে অবাক হবেন, আমাদের বিয়ের প্রথম ছয়মাসে একসঙ্গে মাত্র ২১ দিন কাটিয়েছি। হ্যাঁ, আমি সত্যি হিসাব করে দেখেছি। তাই যখন আমি বিদেশে যাই, ওর কোনও ক্রিকেট ট্যুরে, তখন হয়তো একবেলা খাবার টেবিলে আমাদের দেখা হয়। কিন্তু সেই সময়টুকুই আমাদের দু’জনের জন্য মূল্যবান।’ -ভোগ ম্যাগাজিন

[৭] বিরাট জানিয়েছেন, তার মনে হয় অনুষ্কাকে তিনি চিরকাল ধরে চেনেন। তাদের কানেকশন এতটাই মজবুত। কোহলির কথায়, ‘আমরা প্রতিদিন একে অপরের ভালোবাসায় ভাঙচি, আমাদের সম্পর্কের আধারই হলো ভালোবাসা। আমাদের মনে হয় আমরা কয়েক বছর ধরে নয়, একে অপরকে আজীবন ধরে চিনি।’

[৮] দুই জগতের ব্যস্ত দুই তারকার জীবনে করোনা লকডাউনের অভিশাপ অনেকটা ‘আশীর্বাদ’ও বটে। বিয়ের পর একসঙ্গে লম্বা সময় কাটানোর সুযোগ এই প্রথম পাচ্ছেন তারা।

২০১৭ সালের ডিসেম্বরে ইতালির লেক কোমোয় স্বপ্নের বিয়ে সারেন বিরাট-আনুষ্কা। তাদের সেই সিক্রেট ওয়েডিংয়ের প্রথম ছবির দিকে তাকিয়ে ছিল গোটা বিশ্ব।
-ভোগ ম্যাগাজিন থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়