শিরোনাম
◈ মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা ◈ যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে চায় সরকার ◈ ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন ◈ লন্ডনে এক লাখেরও বেশি মানুষের অভিবাসনবিরোধী সমাবেশ, পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে আহত ২৬ কর্মকর্তা ◈ কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনে স্বামীকে হত্যা ◈ এক ম্যাচে দুই ভাইয়ের গোল, ইন্টার মিলান‌কে হারা‌লো জুভেন্টাস

প্রকাশিত : ০২ জুলাই, ২০২০, ১০:২৪ দুপুর
আপডেট : ০২ জুলাই, ২০২০, ১০:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনের অভিশাপ কোহলির জন্য ‘আশীর্বাদ’

স্পোর্টস ডেস্ক: [২] বিরাট কোহলি ও আনুষ্কা শর্মা। দু’জনেই দুই ভুবনের জনপ্রিয় তারকা। কেউ হয়তো ভারতে ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত, কেউ হয় শুটিং নিয়ে যুক্তরাষ্ট্রে। তবে এর মাঝেই সময় বের করে প্রেমের কাজটা ঠিকই চালিয়ে গেছেন তারা।

[৩] শিডিউলের জেরে একসঙ্গে সময় কাটানোর সুযোগ একেবারেই পান না বিরুষ্কা। নায়িকার কথায় যখন একে অপরের কাজের জায়গায় তারা হাজির হন, সেটা কোনও বন্দের দিন নয় বরং একে অপরকে এক ঝলক দেখা বা একসঙ্গে একবেলার খাবার খাওয়া মাত্র।

[৪] তবে আনুষ্কা শর্মা এবার যেটা জানালেন তা রীতিমত চমকে দেওয়ার মতো। প্রেমের সময়টা তো আলাদা, বিয়ের পর প্রথম ছয় মাসে বিরাট-আনুষ্কা একসঙ্গে থেকেছেন মাত্র ২১ দিন।

[৫] সাক্ষাৎকারে অনুষ্কা বলেন, ‘মানুষজন ভাবে যখন আমি বিরাটের সঙ্গে দেখা করতে অন্য দেশে যাই, বা ও (বিরাট) আমার কাজের জায়গায় আসে -সেটা হলিডে কিন্তু এক্কেবারেই তেমনটা নয়। কারণ, একজন মানুষ সবসময়ই কাজে ব্যস্ত।’ -ভোগ ম্যাগাজিন

[৬] তিনি বলেন, ‘শুনলে অবাক হবেন, আমাদের বিয়ের প্রথম ছয়মাসে একসঙ্গে মাত্র ২১ দিন কাটিয়েছি। হ্যাঁ, আমি সত্যি হিসাব করে দেখেছি। তাই যখন আমি বিদেশে যাই, ওর কোনও ক্রিকেট ট্যুরে, তখন হয়তো একবেলা খাবার টেবিলে আমাদের দেখা হয়। কিন্তু সেই সময়টুকুই আমাদের দু’জনের জন্য মূল্যবান।’ -ভোগ ম্যাগাজিন

[৭] বিরাট জানিয়েছেন, তার মনে হয় অনুষ্কাকে তিনি চিরকাল ধরে চেনেন। তাদের কানেকশন এতটাই মজবুত। কোহলির কথায়, ‘আমরা প্রতিদিন একে অপরের ভালোবাসায় ভাঙচি, আমাদের সম্পর্কের আধারই হলো ভালোবাসা। আমাদের মনে হয় আমরা কয়েক বছর ধরে নয়, একে অপরকে আজীবন ধরে চিনি।’

[৮] দুই জগতের ব্যস্ত দুই তারকার জীবনে করোনা লকডাউনের অভিশাপ অনেকটা ‘আশীর্বাদ’ও বটে। বিয়ের পর একসঙ্গে লম্বা সময় কাটানোর সুযোগ এই প্রথম পাচ্ছেন তারা।

২০১৭ সালের ডিসেম্বরে ইতালির লেক কোমোয় স্বপ্নের বিয়ে সারেন বিরাট-আনুষ্কা। তাদের সেই সিক্রেট ওয়েডিংয়ের প্রথম ছবির দিকে তাকিয়ে ছিল গোটা বিশ্ব।
-ভোগ ম্যাগাজিন থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়