শিরোনাম
◈ ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস ◈ বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা মারা গেছেন ◈ বিটিআরসির সতর্কবার্তা মোবাইল ফোন ব্যবহারকারীদের! ◈ বিক্ষোভকারীদের ইরানি প্রতিষ্ঠান দখল করতে বল‌লেন ট্রাম্প, হুঁশিয়ারি সত্ত্বেও আ‌ন্দোলন দমা‌তে এরফানের ফাঁসি আজ ◈ ‌নির্বাচ‌নে গণভোটে 'হ্যাঁ' ভোট দি‌তে প্রচারণা, অন্তর্বর্তী সরকারের ভূমিকা প্রশ্ন তৈরি করছে? ◈ বাংলাদেশের জন্য যে তিনটি সুখবর দিলেন ইইউ রাষ্ট্রদূত ◈ ভারতের ব‌্যাড‌মিন্টন ভেন্যুতে মল, নোংরা ও অস্বাস্থ্যকর, খে‌লোয়াড়‌দের অভিযোগ  ◈ পোস্টাল ব্যালটে প্রতীক বিন্যাসে পক্ষপাতের অভিযোগ বিএনপির, গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে দলটি ◈ জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে সরকারি গানম্যান ও বাসভবনে সশস্ত্র পুলিশ মোতায়েনের নির্দেশ ◈ আজ ঢাকার তিন পয়েন্ট অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের

প্রকাশিত : ০২ জুলাই, ২০২০, ১০:২৪ দুপুর
আপডেট : ০২ জুলাই, ২০২০, ১০:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনের অভিশাপ কোহলির জন্য ‘আশীর্বাদ’

স্পোর্টস ডেস্ক: [২] বিরাট কোহলি ও আনুষ্কা শর্মা। দু’জনেই দুই ভুবনের জনপ্রিয় তারকা। কেউ হয়তো ভারতে ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত, কেউ হয় শুটিং নিয়ে যুক্তরাষ্ট্রে। তবে এর মাঝেই সময় বের করে প্রেমের কাজটা ঠিকই চালিয়ে গেছেন তারা।

[৩] শিডিউলের জেরে একসঙ্গে সময় কাটানোর সুযোগ একেবারেই পান না বিরুষ্কা। নায়িকার কথায় যখন একে অপরের কাজের জায়গায় তারা হাজির হন, সেটা কোনও বন্দের দিন নয় বরং একে অপরকে এক ঝলক দেখা বা একসঙ্গে একবেলার খাবার খাওয়া মাত্র।

[৪] তবে আনুষ্কা শর্মা এবার যেটা জানালেন তা রীতিমত চমকে দেওয়ার মতো। প্রেমের সময়টা তো আলাদা, বিয়ের পর প্রথম ছয় মাসে বিরাট-আনুষ্কা একসঙ্গে থেকেছেন মাত্র ২১ দিন।

[৫] সাক্ষাৎকারে অনুষ্কা বলেন, ‘মানুষজন ভাবে যখন আমি বিরাটের সঙ্গে দেখা করতে অন্য দেশে যাই, বা ও (বিরাট) আমার কাজের জায়গায় আসে -সেটা হলিডে কিন্তু এক্কেবারেই তেমনটা নয়। কারণ, একজন মানুষ সবসময়ই কাজে ব্যস্ত।’ -ভোগ ম্যাগাজিন

[৬] তিনি বলেন, ‘শুনলে অবাক হবেন, আমাদের বিয়ের প্রথম ছয়মাসে একসঙ্গে মাত্র ২১ দিন কাটিয়েছি। হ্যাঁ, আমি সত্যি হিসাব করে দেখেছি। তাই যখন আমি বিদেশে যাই, ওর কোনও ক্রিকেট ট্যুরে, তখন হয়তো একবেলা খাবার টেবিলে আমাদের দেখা হয়। কিন্তু সেই সময়টুকুই আমাদের দু’জনের জন্য মূল্যবান।’ -ভোগ ম্যাগাজিন

[৭] বিরাট জানিয়েছেন, তার মনে হয় অনুষ্কাকে তিনি চিরকাল ধরে চেনেন। তাদের কানেকশন এতটাই মজবুত। কোহলির কথায়, ‘আমরা প্রতিদিন একে অপরের ভালোবাসায় ভাঙচি, আমাদের সম্পর্কের আধারই হলো ভালোবাসা। আমাদের মনে হয় আমরা কয়েক বছর ধরে নয়, একে অপরকে আজীবন ধরে চিনি।’

[৮] দুই জগতের ব্যস্ত দুই তারকার জীবনে করোনা লকডাউনের অভিশাপ অনেকটা ‘আশীর্বাদ’ও বটে। বিয়ের পর একসঙ্গে লম্বা সময় কাটানোর সুযোগ এই প্রথম পাচ্ছেন তারা।

২০১৭ সালের ডিসেম্বরে ইতালির লেক কোমোয় স্বপ্নের বিয়ে সারেন বিরাট-আনুষ্কা। তাদের সেই সিক্রেট ওয়েডিংয়ের প্রথম ছবির দিকে তাকিয়ে ছিল গোটা বিশ্ব।
-ভোগ ম্যাগাজিন থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়