শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ১০:৫৫ দুপুর
আপডেট : ০১ জুলাই, ২০২০, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাইডেন অধিক সৎ, অনুসরণীয় মডেল কিন্তু ট্রাম্প অনেক সাহসী: পিউ জরিপ

রাশিদ রিয়াজ : [২] পিউয়ের জরিপের শিরোনাম বাইডেনের দিকেই জনপ্রিয়তার হার ঝুঁকে পড়েছে ৫৪ শতাংশ, ৪৪ শতাংশ ট্রাম্পের পক্ষে। পিউ বলছে ডেমোক্রেটিক মনোনীত প্রার্থী আরো বেশি স্বাচ্ছন্দময় কিন্তু ভোটাররা প্রেসিডেন্ট ট্রাম্পকে শক্তিশালী ও সাহসী হিসেবে দেখছেন।

[৩] মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র ৫ মাস বাকি। পিউয়ের সর্বশেষ জরিপ বলছে যে ৬ ব্যক্তির ৪টি বৈশিষ্টে ভোটাররা তাকে পছন্দ করছেন তা বাইডেনের পক্ষেই। সঠিক মেজাজে বাইডেন এগিয়ে বলে মনে করছে ২৫ শতাংশ ভোটার, ভাল রোল মডেল মনে করছেন ৪৬ শতাংশ এবং বাইডেনকে তারা ১৫ পয়েন্ট দিয়ে এগিয়েও রেখেছেন। ট্রাম্প পেয়েছেন ১৩ পয়েন্ট।

[৪] তবে সাধারণ মানুষের প্রয়োজনের কথা ভাবার দিক থেকে ট্রাম্প এগিয়ে, যদিও বাইডেনকে ৪৮ শতাংশ ভোটার বলছেন অধিক সৎ কিন্তু ৪৬ শতাংশ বলছেন ট্রাম্প অধিক সাহসী।

[৫] ৫৬ শতাংশ মনে করেন ট্রাম্প অধিক উদ্যমী। এক্ষেত্রে বাইডেনের পক্ষে রয়েছে ৪০ শতাংশ ভোটার।

[৬] ৪২ শতাংশ ভোটার মনে করেন ট্রাম্প ‘ভয়ানক’ ধরনের প্রেসিডেন্ট। ১৯ শতাংশ এখনো তাকে মহান বলছেন আর ৯ শতাংশ বলছেন ট্রাম্প ‘এ্যাভারেজ’। ‘ভয়ানক’ হিসেবে বাইডেনকেও মনে করেন ২৪ শতাংশ, ৬শতাংশ মনে করেন মহান ও ‘এ্যাভারেজ’ মনে করেন ২৯ শতাংশ।

[৭] পিউয়ের এ জরিপটি ১৬ থেকে ২২ বছরের ৪ হাজার ৭০৮ জন প্রাপ্তবয়স্ক ও ৩ হাজার ৫৭৭ জন রেজিস্টার্ড ভোটারকে নিয়ে পরিচালিত হয়। ৫৪ শতাংশ রেজিস্টার্ড ভোটার মনে করে আজকে নির্বাচন হলে তারা বাইডেনকে ভোট দেবেন এবং ট্রাম্পের চেয়ে বাইডেনকে তারা ১০ পয়েন্টে এগিয়ে রাখছেন এমন ভোটারের পরিমান ৪৪ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়