শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ০২:৪৩ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২০, ০২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দাউদকান্দিতে সেন্ট্রাল অক্সিজেন ও ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু

মোশায়ারা আক্তার, দাউদকান্দি প্রতিনিধি : [২] কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পজেটিভ ও সর্বসাধারণের চিকিৎসা সেবায় ১৭ শয্যাবিশিষ্ট সেন্ট্রাল অক্সিজেন ও থ্রি হুইলার মডিফায়ার ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হয়েছে।

[৩] মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৩ টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী ও দাউদকান্দি উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আন্তরিকতায় প্রতিষ্ঠিত এই সেন্ট্রাল অক্সিজেন ও ফ্রি এম্বুলেন্স সার্ভিস কার্যক্রম উদ্বোধন করেন কুমিল্লার জেলা প্রশাসক আবুল ফজল মীর।

[৪] মো.আবুল ফজল মীর বলেছেন, কোভিড-১৯ পজিটিভ ও মুমূর্ষ রোগীদের চিকিৎসা সেবায় সেন্ট্রাল অক্সিজেন ও ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস ব্যবস্থা উপজেলা স্বাস্থ্য বিভাগের জন্য একটি মাইলফলক। এত দ্রুত সময়ে উপজেলা পর্যায়ে এই সেবা চালু করায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

[৫] তিনি বলেন, দাউদকান্দিতে সর্বপ্রথম উপজেলা ভিত্তিক স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন কার্যক্রম শুরু হলো। কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর শ্বাস কষ্টের সমস্যা হলে, এখন আর ঢাকা পাঠাতে হবে না। এখানে চিকিৎসা দেয়া হবে।

[৬] উপজেলা পরিষদ চেয়ারম্যান,উ পজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ এক সাথে জীবনের ঝুঁকি নিয়ে করোনাভাইরাস প্রতিরোধে কাজ করে যাচ্ছে। ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের মাধ্যমে মফস্বল অঞ্চলের মানুষ দ্রুত সময়ের মধ্যে চিকিৎসা সেবা পাবে বলে এ আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক আবুল ফজল মীর।

[৭] উপজেলা প্রশাসনের অর্থায়নে করোনা রোগীদের চিকিৎসা সেবায় ফ্রি সার্ভিসের জন্য ৩টি নতুন থ্রি হুইলার মডিফাইড অ্যাম্বুলেন্সের চাবি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নিকট হস্তান্তর করেছে জেলা প্রশাসক। এ সময় উপস্থিত ছিলেন,কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান, দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো.কামরুল ইসলাম খান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম শেখ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীনূর আলম সুমন, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. জামাল উদ্দিন প্রমূখ। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়