খোরশেদ আলম: [২] শেরপুরের নালিতাবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলামিন (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে, উপজেলার হালুয়াঘাট রোড শেহড়াতলী চৌরাস্তা নামক এলাকায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় লোড শ্রমিক আলামিনের। নিহত আলামিন নকলা সদর ইউনিয়নের সতরকোনা গ্রামের আব্দুর মতিনের ছেলে।
[৩] পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার রাত নয়টার দিকে নালিতাবাড়ি উপজেলার শেহড়াতলী এলাকায় জনৈক কৃষকের কাছ থেকে খড় ক্রয় করে ট্রাকে বোঝাইয়ের পর রাত নয়টার দিকে গন্তব্যে যাওয়ার জন্য নালিতাবাড়ি শহরের দিকে আসছিল। এসময় শ্রমিক আল-আমিন ছাদে বোঝাই করা খড়ের উপর বসা ছিল।
[৪] এ সময় ট্রাক রেখে পালিয়ে যায় ড্রাইভার। খবর পেয়ে পুলিশ ট্রাকের ছাদ থেকে নিহতের লাশ উদ্ধার ও ট্রাকটি আটক করে। নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। সম্পাদনা: সাদেক আলী