শিরোনাম
◈ রাজনৈতিক সমঝোতার রেফারি কে? গণভোট ইস্যুতে নতুন বিতর্ক ◈ সাগরের বুকে পুটনী দ্বীপ, এ যেন এক নতুন ভূখন্ড পেল বাংলাদেশ!(ভিডিও) ◈ চীনের কাছ থেকে ভয়ংকর এসওয়াই-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে বাংলাদেশ, শক্তিশালী সেনাবাহিনী গঠনের লক্ষ্য ◈ গাজীপুরের ৪টি আসনে ধানের শীষের টিকিট পেলেন যারা ◈ বিএনপির প্রার্থী তালিকায় নেই যেসব হেভিওয়েট নেতার নাম ◈ জামায়াতসহ ৮ দলের নতুন কর্মসূচি ঘোষণা ◈ শিগগিরই এনসিপির প্রার্থী ঘোষণা, শীর্ষ নেতারা লড়তে পারেন যেসব আসন থেকে ◈ সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে, প্রশিক্ষণ নিচ্ছেন পুলিশ–বিজিবি–আনসার সদস্যরা ◈ রপ্তানি খাতে উত্থান, যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যেই সর্বাধিক প্রবৃদ্ধি ◈ জাতীয় দলের ব্যাটিং কোচ হলেন আশরাফুল

প্রকাশিত : ৩০ জুন, ২০২০, ০৯:০৮ সকাল
আপডেট : ৩০ জুন, ২০২০, ০৯:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে দাবী পানি উন্নয়ন বোর্ডের

আল-হেলাল,সুনামগঞ্জ : [২] পাহাড় সমতল ও হাওর এই ধরনের ভূপ্রকৃতি নিয়ে গঠিত যে জনপদ তার নাম সুনামগঞ্জ। শনিবার রাত থেকে ব্যাপক পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে সুনামগঞ্জে বন্যা শুরু হলে প্রথম দফাতেই সীমান্ত সংলগ্ন সদর, দোয়ারাবাজার,বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলার একাংশে মানুষের কাচাপাকা ঘরবাড়িতে বন্যার পানি উঠে।

[৩] জেলার প্রধান নদী সুরমার পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে নদীর তীরবর্তী বাসিন্দারা পানিবন্দী হয়ে অবর্ণনীয় দূর্ভোগে পড়েন। মঙ্গলবার সুরমার পানি কমলেও নিম্নাঞ্চলে পানি বাড়ছে। ফলে জেলা শহরের দক্ষিণাংশের এলাকাসহ জগন্নাথপুর,দিরাই,জামালগঞ্জ ধর্মপাশা উপজেলা নতুন করে প্লাবিত হতে থাকে। হাওরে এসে সুরমার পানি চাপ তৈরি করায় গ্রামগঞ্জের নতুন নতুন এলাকায় অনেক মানুষের ঘরবাড়িতে পানি প্রবেশ করেছে। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।

[৪] সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে গত রোববার সুরমার পানি বিপতসীমার ৭০ সে.মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বৃষ্টিপাত কমায় সুরমার পানি ২৯ জুন সোমবার সকাল ৯টায় সুনামগঞ্জ পয়েন্টে ৩৩ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদী তীরবর্তী এলাকায় পানির চাপ কিছুটা কমলেও নদী তীরবর্তী এলাকার বাইরে এসে সেই পানি চাপ সৃষ্টি করছে। এতে শহরের দক্ষিণাংশের বেশ কিছু এলাকা নতুন করে প্লাবিত হচ্ছে।

[৫] মঙ্গলবার দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের বাউল সারোয়ার তালুকদার জানান, দক্ষিণ সুনামগঞ্জ উজেলার শিমুলকাক ইউনিয়ন ও দিরাই উপজেলার ভাটিপাড়া ও রফিনগর ইউনিয়নের মানুষ পানিবন্দী হয়েছে। এখন প্রধান সড়কসহ সংযোগ একাধিক সড়ক পানিতে তলিয়ে গেছে। প্রায় ৩ শতাধিক মানুষের বাসাবাড়িতে নতুন করে পানি প্রবেশ করেছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়