শিরোনাম

প্রকাশিত : ৩০ জুন, ২০২০, ০৮:৩৬ সকাল
আপডেট : ৩০ জুন, ২০২০, ০৮:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে কোভিডে মৃত্যুর রেকর্ড ৬৪ জন, শনাক্ত ৩৬৮২, সুস্থ ১৮৪৪ (ভিডিও)

মহসীন কবির : [২] মঙ্গলবার (৩০ জুন) দুপুর আড়াইটায় কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

[৩] তিনি জানান, কোভিডে মোট মারা গেছেন ১৮৪৭ জন, মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৪৮৩ জন। মৃতদের মধ্যে ৫২ জন পুরুষ ও ১২ জন নারী। ঢাকা বিভাগে ৩১ জন চট্টগ্রামের ১২ জন এবং অন্যান্য বিভাগের ২১ জন। হাসপাতালে মারা গেছেন ৫১ জন এবং বাসায় ১৩ জন। এদের মধ্যে ২১ থে‌কে ৩০ বছ‌রের সাতজন, ত্রিশোর্ধ্ব ছয়জন, পঞ্চাশোর্ধ্ব ২১ জন, ষাটোর্ধ্ব ১৬ জন, সত্তরোর্ধ্ব ১১ জন, আশি বছরের বেশি বয়সী তিনজন রয়েছেন।

[৪] তিনি জানান, ৬৬ টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় আরও ১৮৮৬৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৮৪২৬ জনের । এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৭ লাখ ৬৩ হাজার ৪০৭ জনের।

[৫]  তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছন ৫৯ হাজার ৬৪৪ জন।

[৬]  ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ৪৪৯ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ২৬ হাজার ৫৮৭ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৫৪৪ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ১১ হাজার ৪৪০ জন। বর্তমানে মোট আইসোলেশনে আছেন ১৫ হাজার ১৪৫ জন।

[৭] অনলাইন ব্রিফিংয়ে নাসিমা সুলতানা বলেন, গর্ভবতী মায়েদের জন্য সব সেবা চালু আছে। স্বাস্থ্যবিধি মেনে নিকটস্থ হাসপাতাল থেকে তাঁরা সেবা নিতে পারবেন।

[৮] আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়।

[৯] দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়