মিনহাজুল আবেদীন : [২] ফ্লাইট পরিচালণার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে শারজাহ ভিত্তিক এয়ারলাইন্স এয়ার এরাবিয়া। আগামী ১ জুলাই সকাল ৯টায় ঢাকা পৌছাবে এয়ার এরাবিয়ার প্রথম ফ্লাইট। এরপর ৯টা ৪০ মিনিটে ওই ফ্লাইট ঢাকা ত্যাগ করবে। এভিয়েশন্সবিডি
[৩] সপ্তাহে দুটি ফ্লাইট চালাবে এয়ার এরাবিয়া। প্রতি বুধবার ও শুক্রবার এই ২ দিন তারা ফ্লাইট পরিচালনা করবে। বাংলানিউজ
[৪] জানা গেছে, এয়ার এরাবিয়া শারজাহ হয়ে বিশ্বের বিভিন্ন দেশে যাত্রী পরিবহনের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দা এবং ইউএই রেসিডেন্ট কাডধারী বাংলাদেশী প্রবাসীদের বহন করবে। জাগোনিউজ
[৫] রোববার শারজাহ থেকে ঢাকা রুটে এয়ার এরাবিয়াকে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কতৃপক্ষ (বেবিচক)। একই দিন অনুমতি দেয়া হয়েছে ইস্তাম্বুল থেকে ঢাকা রুটে পরিচালনার জন্য তুরস্কের বিমান সংস্থা টার্কিশ এয়ারলাইন্সকে।
[৬] বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, এ পর্যন্ত আন্তজাতিক রুটে ঢাকা থেকে মোট ৪টি বিদেশী এয়ারলাইন্সকে ফ্লাইট পরিচালণার অনুমতি দেয়া হয়েছে। বাংলাদেশ বিমানও আন্তজাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে। বিদেশি এয়ারলাইন্সগুলোর মধ্যে রয়েছে এমিরেটস, কাতার, টার্কিশ ও এয়ার এরাবিয়া। বাংলাট্রিবিউন