শরীফ শাওন : [২] সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও এবি ব্যাংক থেকে কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে পদত্যাগপত্র জমা দিতে বাধ্য করা হয়। সোমবার ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (বিডব্লিইএবি)-এর পাঠানো এক বিবৃতিতে এমন সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানানো হয়।
[৩] সংগঠনের সভাপতি কাজী শফিকুর রহমান বলেন, ১৫ থেকে ২০ বছর ব্যাংকে সেবা প্রদানকারী কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা এমন অমানবিক পরিস্থিতির শিকার হয়ে সংগঠনে অভিযোগ জানিয়েছেন। তারা দীর্ঘ কর্মজীবনে আন্তরিকার সঙ্গে সেবা দিয়ে ব্যাংকের বিকাশ ও উন্নয়নে ভূমিকা রেখেছেন। স্বাভাবিক নিয়মে অবসর গ্রহণের ধারণা নিয়ে কাজ করা ব্যাংকাররা এমন সিদ্ধান্তে গভীর মর্মাহত হয়ে পড়েছেন।
[৪] বিবৃতিতে আরও বলা হয়, এমন সিদ্ধান্তের ফলে ব্যাংক কর্মকর্তারা নিরাপত্তাহীনতায় ভুগবেন। নতুনরাও এ খাতে কাজের আগ্রহ হারাবেন। এতে ব্যাংকের স্বাভাবিক বিকাশ ও উন্নয়ন বাধাগ্রস্ত হবে। মানবিক দৃষ্টিকোণ এবং অভিজ্ঞতার বিষয়টি বিবেচনা করে পদত্যাগের সিদ্ধান্তে পুনর্বিবেচনা করার জন্য সংগঠন থেকে ব্যাংক কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়। সম্পাদনা : রায়হান রাজীব