সালেহ্ বিপ্লব : [২] অনলাইন ক্লাসের কার্যকারিতা পর্যালোচনায় সমীক্ষা শুরুর লক্ষ্য, সাধারণ পড়ুয়ারা এই ক্লাস থেকে কতটা লাভবান, সেটা জানা। বামপন্থী এই ছাত্র সংগঠন এসএফআইয়ের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির নেতা শুভজিৎ সরকার বলেন, "অন্তত ৫ হাজার পড়ুয়ার মধ্যে এই সমীক্ষা চালানো হবে। আগামী একমাসের মধ্যে নগর ও গ্রাম ঘুরে করা হবে এই সমীক্ষা ইতিমধ্যে প্রায় ৬৫০ জন পড়ুয়ার কাছে পৌঁছেছে আমাদের সদস্য-সমর্থকরা।" এনডিটিভি, পিটিআই
[৩] গত মার্চ থেকে বন্ধ ভারকের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। কিন্তু পড়ুয়াদের পড়ার অভ্যাস জারি রাখতে অনলাইন ক্লাস চালু করে কেন্দ্র সরকার। শুভজিৎ বলেন, "স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারে পড়ুয়ারা কতটা স্বচ্ছন্দ্য সেই প্রশ্ন করা হচ্ছে সমীক্ষায়।
[৪] তিনি জানান, সংগঠনের প্রশ্নাবলী ইংলিশ ও বাংলায় তৈরি। তাঁদের কি ভালো ইন্টারনেট সংযোগ? ব্রডব্যান্ড ওয়াইফাই না মোবাইল ওয়াইফাই দিয়ে ইন্টারনেট সংযোগ? নতুন এই পদ্ধতিতে তারা কতটা স্বচ্ছন্দ?
[৫] এর পাশাপাশি আরও কয়েকটা প্রশ্ন এই সমীক্ষায় তুলে ধরা হয়েছিল? এই লকডাউনে ক'টা অনলাইন ক্লাস তারা করেছে? ইন্টারনেট খরচ কোথা থেকে এসেছে? অভিভাবক দিয়েছে? না নিজের হাতখরচ থেকে কেনা হয়েছে? না কোনও আত্মীয়-পরিজন সেই খরচ বহন করেছন?