মনিরুল ইসলাম: [৩] সোমবার সকাল ১১ টায় কার্যক্রম শুরুর পর বাজেট আলোচনার ওপর সমাপনী বক্তব্য ও অর্থবিল পাস হবে। এবারের বাজেট ৫ লাখ ৬৮ হাজার কোটি। ঘাটতি ধরা হয়েছে ১ লাখ ৯০ হাজার কোটি টাকা।
[৪] কোভিড-১৯ ভয়াবহতা বেড়ে যাওয়ায় এই সংক্ষিপ্ত বাজেট অধিবেশন আরো সংক্ষিপ্ত করা হয় । একের পর এক সংসদ সদস্য -মন্ত্রী কোভিড-১৯ শনাক্ত হওয়ায় সংসদের বাজেট অধিবেশন আর ২ কার্যদিবস চলবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩০ জুন বাজেট পাস হবার পর বাজেট অধিবেশন সমাপ্তি ঘোষণা সংত্রুান্ত রাষ্ট্রপতির আদেশ পাঠ করে শোনানো হবে। সমাপ্তি হবে বাজেট অধিবেশন বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে। স্বাস্থ্য ঝুঁকির কারণে প্রবীন ও অসুস্থ সদস্যদের অধিবেশনে যোগ দিতে নিরুৎসাহিত করা হয়। রোষ্টার করে শারীরিকভাবে সুস্থ ও কোভিড-১৯ নেগেটিভ রিপোর্টপ্রাপ্ত সংসদ সদস্যরাই অধিবেশনে অংশ নিচ্ছেন বলে জানান সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।
[৫] ১০ জুন বাজেট অধিবেশন শুরু হয়। ১১ জুন বিকাল ৩ টায় প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ১৫ জুন বিদায়ী বছরের সম্পূরক বাজেট পাস হয়। ২৩ জুন শুরু হয় প্রস্তাবিত বাজেটের ওপর মুল আলোচনা। এরপর প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হয়। আলোচনা শেষে ২৯ জুন পর্যন্ত মুলতবী করা হয় অধিবেশন। সমাপনী বাজেট আলোনায় অংশ নিবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
[৬] ইতোমধ্যে এ পর্যন্ত ১৭ জন মন্ত্রী-সংসদসদস্য কোভিড-১৯ শনাক্ত হয়েছেন। এছাড়া সংসদের মেডিকেল সেন্টারের নমুনা পরীক্ষায় শতাধিক কর্মকর্তা-কর্মচারী কোভিড-১৯ পজেটিভ এসেছে। আর সংসদ ভবনে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার বাহিনীর প্রায় দুশো সদস্য করোনা শনাক্ত হয়েছেন। যাদের বেশীর ভাগই ইতোমধ্যে সুস্থ্য হয়েছেন। তবে সংসদ সদস্য মোহাম্মদ নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ মারা গেছেন। শনাক্তদের মধ্যে আছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, সাবেক প্রধান হুইপ উপাধ্যক্ষ মো. আবদুস শহীদ, সাবেক হুইপ শহীদুজ্জামান সরকার, রেল মন্ত্রণালয় বিষয়ক কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এবং সংসদ সদস্য রণজিত কুমার রায়, মোসলেম উদ্দিন, ফরিদুল হক খান দুলাল, মো. মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ এবাদুল করিম বুলবুল, মোকাব্বির খান ও মাশরাফি বিন মুর্তজা, এনামুল হক এনাম। সর্বশেষ মহিলা সংরক্ষিত আসনের সদস্য ফেরদৌসী ইসলাম জেসি। বানিজ্যমন্ত্রী টিপু মুনশি ও সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ মো আব্দুস শহীদ হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। তারা বাসায় চিকিৎসা নিচ্ছেন। সম্পাদনা : খালিদ আহমেদ