শিরোনাম
◈ বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক ◈ ভারত- ইংল‌্যান্ড টেস্ট সি‌রি‌জে বাংলা‌দে‌শের  সৈকতের আম্পায়ারিং বিতর্ক ◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে ◈ ইরান কেন আমেরিকার কাছে নতিস্বীকার করে না: তাস‌নিম নিউজ এজ‌ন্সির প্রতি‌বেদন

প্রকাশিত : ২৮ জুন, ২০২০, ০৯:১২ সকাল
আপডেট : ২৮ জুন, ২০২০, ০৯:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইংল্যান্ড সফরে দেশ ছাড়লো ‘করোনা মুক্ত’ পাকিস্তান ক্রিকেট দল

নিউজ ডেস্ক: [২] প্রাণঘাতি করোনাকে হার মানিয়ে তিন ম্যাচের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে গেল পাকিস্তান ক্রিকেট দল। পূর্ব নির্ধারিত দিনেই রোববার (২৮ জুন) বিশেষ বিমানে ইংল্যান্ডের উদ্দেশ্যে পাকিস্তান ছেড়েছে ‘করোনা মুক্ত’ পাকিস্তানের ২০ সদস্যের দল।

[৩] পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। টুইট বার্তায় বিমানের ভেতরের বেশ কয়েকটি ছবি প্রকাশ করে বলা হয়, ‘পাকিস্তান দল ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছে।’

[৪] প্রাণঘাতি করোনাভাইরাসের মাঝে একের পর এক সিরিজ স্থগিত হয়ে যাওয়ায় পাকিস্তানের ইংল্যান্ড সফর নিয়েও শঙ্কা তৈরি হয়েছিল। এছাড়া পাকিস্তানের পূর্বের ঘোষিত ২৯ জনের স্কোয়াডের ১০ জনই করোনা আক্রান্ত হয়েছেন। তবে শেষ পর্যন্ত পজিটিভদের রেখে নতুন করে ২০ সদস্যের ‘করোনা মুক্ত’ দল নিয়ে ইংল্যান্ড গেল পাকিস্তান।

[৫] ইংল্যান্ড সফরে যাওয়া পাকিস্তান ক্রিকেট দলের সবাইকে দু’দফা করোনা পরীক্ষা দিতে হয়েছে। দুই পরীক্ষায় যারা ‘করোনা মুক্ত’ বলে প্রমাণিত হয়েছেন তাদেরকেই সফরে যুক্ত করা হয়েছে।

[৬] এদিকে ইংল্যান্ডে পৌঁছেও ১৪ দিনের আইসোলেশনে থাকতে হবে আজহার-বাবরদের। এরপর সেখানে আবারও করোনা পরীক্ষা দিয়ে ডার্বিশায়ারের দ্য ইনকোরা কাউন্টি গ্রাউন্ডে নিজেদের প্রস্তুতি সারবে সফরকারীরা। নিজেদের মধ্যে ৪ দিনের দুইটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে।

[৭] পাকিস্তানের ২০ জনের স্কোয়াড : আজাহার আলী (টেস্ট অধিনায়ক), বাবর আজম (টেস্ট সহ-অধিনায়ক এবং টি-টোয়েন্টি অধিনায়ক), আবিদ আলী, ইমাম-উল-হক, শান মাসুদ, আসাদ শফিক, ফাওয়াদ আলম, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, সরফরাজ আহমেদ, ফাহিম আশরাফ, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, সোহেল খান, উসমান শিনওয়ারী, ইমাদ ওয়াসিম, ইয়াসির শাহ, মুসা খান ও রোহেল নাজির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়