শিরোনাম
◈ একপাক্ষিক নির্বাচনের শঙ্কা জামায়াত- এনসিপির, কী বলছে ইসি? ◈ স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভি ফুটেজে যা দেখা গেল (ভিডিও) ◈ এলপিজি নিয়ে সংকট: বৃহস্পতিবার থেকে বিক্রি বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ী সমিতির ◈ জকসু নির্বাচনে শীর্ষ তিন পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয় ◈ বি‌পিএল, সিলেট টাইটান্স‌কে হারিয়ে আবার শী‌র্ষে চট্টগ্রাম রয়‌্যালস ◈ ট্রাম্প ভেনেজুয়েলার যা করেছেন, চাইলে বাংলাদেশেও করুন, কিন্তু খেলোয়াড় কেন: জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী ◈ এবার লিটন দাসের চুক্তিও বাতিল করল ভারতীয় প্রতিষ্ঠান! ◈ বড় বাজারে অর্ডার কম, নতুন বাজারেও ধাক্কা: পোশাক রফতানিতে চ্যালেঞ্জ ◈ এবারের নির্বাচন লাইনচ্যুত রেলকে লাইনে ফেরানোর চেষ্টা: নির্বাচন কমিশনার সানাউল্লাহ ◈ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

প্রকাশিত : ২৮ জুন, ২০২০, ০৯:১২ সকাল
আপডেট : ২৮ জুন, ২০২০, ০৯:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইংল্যান্ড সফরে দেশ ছাড়লো ‘করোনা মুক্ত’ পাকিস্তান ক্রিকেট দল

নিউজ ডেস্ক: [২] প্রাণঘাতি করোনাকে হার মানিয়ে তিন ম্যাচের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে গেল পাকিস্তান ক্রিকেট দল। পূর্ব নির্ধারিত দিনেই রোববার (২৮ জুন) বিশেষ বিমানে ইংল্যান্ডের উদ্দেশ্যে পাকিস্তান ছেড়েছে ‘করোনা মুক্ত’ পাকিস্তানের ২০ সদস্যের দল।

[৩] পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। টুইট বার্তায় বিমানের ভেতরের বেশ কয়েকটি ছবি প্রকাশ করে বলা হয়, ‘পাকিস্তান দল ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছে।’

[৪] প্রাণঘাতি করোনাভাইরাসের মাঝে একের পর এক সিরিজ স্থগিত হয়ে যাওয়ায় পাকিস্তানের ইংল্যান্ড সফর নিয়েও শঙ্কা তৈরি হয়েছিল। এছাড়া পাকিস্তানের পূর্বের ঘোষিত ২৯ জনের স্কোয়াডের ১০ জনই করোনা আক্রান্ত হয়েছেন। তবে শেষ পর্যন্ত পজিটিভদের রেখে নতুন করে ২০ সদস্যের ‘করোনা মুক্ত’ দল নিয়ে ইংল্যান্ড গেল পাকিস্তান।

[৫] ইংল্যান্ড সফরে যাওয়া পাকিস্তান ক্রিকেট দলের সবাইকে দু’দফা করোনা পরীক্ষা দিতে হয়েছে। দুই পরীক্ষায় যারা ‘করোনা মুক্ত’ বলে প্রমাণিত হয়েছেন তাদেরকেই সফরে যুক্ত করা হয়েছে।

[৬] এদিকে ইংল্যান্ডে পৌঁছেও ১৪ দিনের আইসোলেশনে থাকতে হবে আজহার-বাবরদের। এরপর সেখানে আবারও করোনা পরীক্ষা দিয়ে ডার্বিশায়ারের দ্য ইনকোরা কাউন্টি গ্রাউন্ডে নিজেদের প্রস্তুতি সারবে সফরকারীরা। নিজেদের মধ্যে ৪ দিনের দুইটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে।

[৭] পাকিস্তানের ২০ জনের স্কোয়াড : আজাহার আলী (টেস্ট অধিনায়ক), বাবর আজম (টেস্ট সহ-অধিনায়ক এবং টি-টোয়েন্টি অধিনায়ক), আবিদ আলী, ইমাম-উল-হক, শান মাসুদ, আসাদ শফিক, ফাওয়াদ আলম, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, সরফরাজ আহমেদ, ফাহিম আশরাফ, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, সোহেল খান, উসমান শিনওয়ারী, ইমাদ ওয়াসিম, ইয়াসির শাহ, মুসা খান ও রোহেল নাজির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়