শিরোনাম
◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব

প্রকাশিত : ২৮ জুন, ২০২০, ০৫:৫২ সকাল
আপডেট : ২৮ জুন, ২০২০, ০৫:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় বিদেশিদের ব্যয় ‘দ্বিগুণ বেড়েছে’

ডেস্ক রিপোর্ট : ঢাকায় বসবাসরত প্রবাসীদের ব্যয় গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়েছে বলে জানিয়েছে বৈশ্বিক কর্মক্ষেত্রের পরিস্থিতি নিয়ে গবেষণা করা মার্কিন প্রতিষ্ঠান মার্সার। সংস্থাটির ২০২০ সালের তালিকা অনুযায়ী, আগের বছরের তুলনায় ২০ ধাপ অবনতি হয়েছে ঢাকা শহরের।২০১৯ সালের তালিকায় ঢাকার অবস্থান ছিল ৪৬ নম্বরে। এবার সেটি ২৬। দেশ রূপান্তর

এই তালিকা করতে ডলারের বিপরীতে টাকার মান, আসবাবপত্রের দাম, বাসাভাড়া এবং প্রবাসীদের পারিশ্রমিক বিবেচনা করা হয়েছে। প্রবাসীদের জন্য সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষে হংকং। দ্বিতীয় তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদ। তৃতীয় জাপানের টোকিও। চতুর্থ সুইজারল্যান্ডের জুরিখ। পঞ্চম সিঙ্গাপুর।

২০৯টি শহর নিয়ে প্রতি বছর এই ধরনের তালিকা তৈরি করে মার্সার। তাদের ২৬তম বার্ষিক তালিকায় শীর্ষ দশে থাকা বাকি শহরগুলো নিউ ইয়র্ক (৬), সাংহাই (৭), বার্ন (৮), জেনেভা (৯) এবং বেইজিং (১০)।জরিপ অনুযায়ী প্রবাসী কর্মীদের জন্য পৃথিবীর সবচেয়ে সস্তা শহর তিউনিস। মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, এই তালিকা তৈরি করতে মার্চ মাস পর্যন্ত দৈনন্দিন জীবনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ডেটা সংগ্রহ করা হয়েছে।

স্থানীয় মানুষদের জন্যও ঢাকা শহরকে দক্ষিণ এশিয়ার অন্যতম ব্যয়বহুল শহর বিবেচনা করা হয়। দ্য ইকোনমিস্টের লন্ডনভিত্তিক সংস্থা ইকোনমিক ইনটেলিজেন্সের জরিপে ঘনবসতির এই শহর একাধিকবার দক্ষিণ এশিয়ার মধ্যে শীর্ষে থেকেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়