শিরোনাম
◈ ট্রাম্পের দাবি: মার্কিন হুঁশিয়ারিতে ইরানে বিক্ষোভকারীদের হত্যা ও মৃত্যুদণ্ড স্থগিতের নির্দেশ দিয়েছে তেহরান ◈ যে কারণে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করছে যুক্তরাষ্ট্র ◈ বিএনপি নেতা সাজুকে বহিষ্কার ◈ ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: কাছাকাছি মার্কিন ঘাঁটি ও সামরিক শক্তির হিসাব ◈ এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে, বেনাপোল বন্দরে ৫৩ কাটুন আটক ◈ দেশের বাজারে সব রেকর্ড ভেঙে সোনার দামে ইতিহাস ◈ ট্রাম্প প্রশাসনের বড় সিদ্ধান্ত: বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত হচ্ছে ◈ নবম পে স্কেল: ফের বৈঠকে বসছে কমিশন, চূড়ান্ত হতে পারে একাধিক বিষয় ◈ নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ◈ নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান অধ্যাপক আলী রীয়াজের

প্রকাশিত : ২৮ জুন, ২০২০, ০৫:৫২ সকাল
আপডেট : ২৮ জুন, ২০২০, ০৫:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় বিদেশিদের ব্যয় ‘দ্বিগুণ বেড়েছে’

ডেস্ক রিপোর্ট : ঢাকায় বসবাসরত প্রবাসীদের ব্যয় গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়েছে বলে জানিয়েছে বৈশ্বিক কর্মক্ষেত্রের পরিস্থিতি নিয়ে গবেষণা করা মার্কিন প্রতিষ্ঠান মার্সার। সংস্থাটির ২০২০ সালের তালিকা অনুযায়ী, আগের বছরের তুলনায় ২০ ধাপ অবনতি হয়েছে ঢাকা শহরের।২০১৯ সালের তালিকায় ঢাকার অবস্থান ছিল ৪৬ নম্বরে। এবার সেটি ২৬। দেশ রূপান্তর

এই তালিকা করতে ডলারের বিপরীতে টাকার মান, আসবাবপত্রের দাম, বাসাভাড়া এবং প্রবাসীদের পারিশ্রমিক বিবেচনা করা হয়েছে। প্রবাসীদের জন্য সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষে হংকং। দ্বিতীয় তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদ। তৃতীয় জাপানের টোকিও। চতুর্থ সুইজারল্যান্ডের জুরিখ। পঞ্চম সিঙ্গাপুর।

২০৯টি শহর নিয়ে প্রতি বছর এই ধরনের তালিকা তৈরি করে মার্সার। তাদের ২৬তম বার্ষিক তালিকায় শীর্ষ দশে থাকা বাকি শহরগুলো নিউ ইয়র্ক (৬), সাংহাই (৭), বার্ন (৮), জেনেভা (৯) এবং বেইজিং (১০)।জরিপ অনুযায়ী প্রবাসী কর্মীদের জন্য পৃথিবীর সবচেয়ে সস্তা শহর তিউনিস। মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, এই তালিকা তৈরি করতে মার্চ মাস পর্যন্ত দৈনন্দিন জীবনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ডেটা সংগ্রহ করা হয়েছে।

স্থানীয় মানুষদের জন্যও ঢাকা শহরকে দক্ষিণ এশিয়ার অন্যতম ব্যয়বহুল শহর বিবেচনা করা হয়। দ্য ইকোনমিস্টের লন্ডনভিত্তিক সংস্থা ইকোনমিক ইনটেলিজেন্সের জরিপে ঘনবসতির এই শহর একাধিকবার দক্ষিণ এশিয়ার মধ্যে শীর্ষে থেকেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়