শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৮ জুন, ২০২০, ১২:০০ দুপুর
আপডেট : ২৮ জুন, ২০২০, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চিকিৎসককে বান্দরবানে পাঠানোর হুমকি দিয়ে কারাগারে আওয়ামী লীগ নেতা

ডেস্ক রিপোর্ট : [২] ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় আওয়ামী লীগের এক নেতাকে শনিবার কারাগারে পাঠিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে চিকিৎসকের সাথে অশোভন আচরণের অভিযোগ উঠে। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ড পাওয়া ব্যক্তির নাম আবু হায়দার (৪২)। তিনি উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর হোসেন।

[৩] স্থানীয়দের সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১টার দিকে আবু হায়দার মারপিটের ঘটনায় আহত এক ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এক পর্যায়ে তিনি ওই ব্যক্তিকে অন্য হাসপাতালে পাঠিয়ে দিতে জরুরি বিভাগের এক নারী চিকিৎসককে চাপ দেন। কিন্তু ওই চিকিৎসক রোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য সময় দিতে অনুরোধ করেন। এতে আবু হায়দার ক্ষিপ্ত হয়ে চিকিৎসকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এর এক পর্যায়ে ওই নারী চিকিৎসককে বান্দরবানে পাঠিয়ে দেওয়ার হুমকি দেন তিনি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালের এক উপ-সহকারী চিকিৎসা কর্মকর্তা এগিয়ে আসেন। তার সঙ্গেও অশোভন আচরণ শুরু করেন আবু হায়দার। পরে ঘটনাস্থলে আসেন হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) মো. আসাদুজ্জামান। তিনি কী ঘটেছে, তা জানতে চান। তখন আবু হায়দার তার সঙ্গেও একই ধরনের আচরণ শুরু করেন। একপর্যায়ে আসাদুজ্জামানের হা-পা ভেঙে দেওয়ার হুমকি দেন তিনি।

[৪] পরে আসাদুজ্জামান বিষয়টি মুঠোফোনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল করিমকে জানান। ইউএনও দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে চলে আসেন। তিনি নিজ চোখে আওয়ামী লীগের নেতা আবু হায়দারের আচরণ প্রত্যক্ষ করেন।

[৫] এছাড়া উপস্থিত লোকজনের কাছ থেকে ঘটনা জানেন। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আবু হায়দারকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

ইউএনও আবদুল করিম বলেন, করোনার এই দুর্যোগের সময়ে চিকিৎসকেরা রাতদিন কাজ করছেন। এমন সময়ে কেউ তাদের বদলি বা মারধরের হুমকি দেবেন, এটা মেনে নেওয়া যায় না। অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যক্তিকে সাজা দেওয়া হয়েছে।

[৬] হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামান বলেন, আবু হায়দারকে শনিবার বিকেলে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

বিডি প্রতিদিন, প্রিয়ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়