শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৮ জুন, ২০২০, ১২:০০ দুপুর
আপডেট : ২৮ জুন, ২০২০, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চিকিৎসককে বান্দরবানে পাঠানোর হুমকি দিয়ে কারাগারে আওয়ামী লীগ নেতা

ডেস্ক রিপোর্ট : [২] ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় আওয়ামী লীগের এক নেতাকে শনিবার কারাগারে পাঠিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে চিকিৎসকের সাথে অশোভন আচরণের অভিযোগ উঠে। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ড পাওয়া ব্যক্তির নাম আবু হায়দার (৪২)। তিনি উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর হোসেন।

[৩] স্থানীয়দের সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১টার দিকে আবু হায়দার মারপিটের ঘটনায় আহত এক ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এক পর্যায়ে তিনি ওই ব্যক্তিকে অন্য হাসপাতালে পাঠিয়ে দিতে জরুরি বিভাগের এক নারী চিকিৎসককে চাপ দেন। কিন্তু ওই চিকিৎসক রোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য সময় দিতে অনুরোধ করেন। এতে আবু হায়দার ক্ষিপ্ত হয়ে চিকিৎসকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এর এক পর্যায়ে ওই নারী চিকিৎসককে বান্দরবানে পাঠিয়ে দেওয়ার হুমকি দেন তিনি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালের এক উপ-সহকারী চিকিৎসা কর্মকর্তা এগিয়ে আসেন। তার সঙ্গেও অশোভন আচরণ শুরু করেন আবু হায়দার। পরে ঘটনাস্থলে আসেন হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) মো. আসাদুজ্জামান। তিনি কী ঘটেছে, তা জানতে চান। তখন আবু হায়দার তার সঙ্গেও একই ধরনের আচরণ শুরু করেন। একপর্যায়ে আসাদুজ্জামানের হা-পা ভেঙে দেওয়ার হুমকি দেন তিনি।

[৪] পরে আসাদুজ্জামান বিষয়টি মুঠোফোনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল করিমকে জানান। ইউএনও দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে চলে আসেন। তিনি নিজ চোখে আওয়ামী লীগের নেতা আবু হায়দারের আচরণ প্রত্যক্ষ করেন।

[৫] এছাড়া উপস্থিত লোকজনের কাছ থেকে ঘটনা জানেন। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আবু হায়দারকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

ইউএনও আবদুল করিম বলেন, করোনার এই দুর্যোগের সময়ে চিকিৎসকেরা রাতদিন কাজ করছেন। এমন সময়ে কেউ তাদের বদলি বা মারধরের হুমকি দেবেন, এটা মেনে নেওয়া যায় না। অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যক্তিকে সাজা দেওয়া হয়েছে।

[৬] হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামান বলেন, আবু হায়দারকে শনিবার বিকেলে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

বিডি প্রতিদিন, প্রিয়ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়