শিরোনাম
◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি

প্রকাশিত : ২৮ জুন, ২০২০, ০৩:৪০ রাত
আপডেট : ২৮ জুন, ২০২০, ০৩:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডাসারের স্বেচ্ছাসেবকদের উপরে হামলা, আহত ১০

মধ্যাঞ্চল প্রতিনিধি: [২] মাদারীপুর জেলার ডাসার থানার নবগ্রাম ইউনিয়নের সমাজসেবী সংগঠন ‘নবগ্রাম যুবসমাজ’ এর কিছু স্বেচ্ছাসেবকদের উপর শনিবার দুপুরে অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।

[৩] স্থানীয় সূত্রে জানা গেছে, ‘নবগ্রাম যুবসমাজ’ সংগঠনের উন্নয়নমূলক কাজে ঈর্ষান্বিত হয়ে রাজীব ভক্ত, পংকজ বালাসহ বেশ কয়েকজন লোকজ নবগ্রাম যুবসমাজের আহ্বায়ক নৃপেন কুমার বৈদ্য, নবগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শিব শঙ্কর ভক্ত, স্বেচ্ছাসেবক নির্মল মন্ডল, শিপন হালদারসহ আরো অনেককে অতর্কিত হামলা করে আহত করে। এদের মধ্যে রাজীব ভক্ত, পংকজ বালা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এদের নামে পূর্বেও অপরাধ কার্যক্রমের অভিযোগ আছে বলেও এরা অভিযোগ করেন। আহতরা স্থানীয় পর্যায়েই চিকিৎসা নিচ্ছেন।

[৪] আহত নবগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শিবশঙ্কর ভক্ত জানান, ‘সন্ত্রাসী রাজীব ভক্ত তার আপন ভাতিজা হলেও সে সন্ত্রাসী দলের নেতৃত্ব দেয় এবং তার কথা শোনেনা।

[৫] ‘নবগ্রাম যুবসমাজ’ এর আহবায়ক নৃপেন বৈদ্য বলেন, এলাকায় আমাদের সামাজিক ও জনকল্যাণ মূলক কার্যক্রম একটি পক্ষ সহ্য করতে না পেরে তারা কিছু বখানে ও উচ্ছৃংখল ছেলেদের দিয়ে আমাদের বিরুদ্ধে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে যাচেছ। এই হামলার ঘটনা সম্পূর্ণ পরিকল্পিত ভাবে ওরা করেছে; যাতে করে নবগ্রাম যুবসমাজ তাদের সামাজিক কর্যক্রম থেকে পিছিয়ে যায়। কিন্তু নবগ্রাম যুবসমাজ দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত থাকবে। আমরা এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ সব সময় চাই। তিনি বলেন, গ্রামের রাজীব ভক্ত, পংকজ বালা, হরষিত মল্লিকসহ কয়েকজন ব্যক্তি সব সময় আমাদের স্বেচছাসেবকদের বিরুদ্ধে লেগে থাকে।

[৬] মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম বলেন, ঘটনাটি শুনে আমরা ডাসার থানার থেকে পুলিশ ফোর্স পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এবং আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সুষ্ঠ তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়