শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২৮ জুন, ২০২০, ০১:২৫ রাত
আপডেট : ২৮ জুন, ২০২০, ০১:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে বিনিয়োগ টানতে ৪,৩৫৬ কোটি টাকায় গ্রীন ইকোনোমিক জোন গড়ে তুলবে বেজা

সাইদ রিপন: [২] বাংলাদেশ অর্থনৈতিক কর্তৃপক্ষ (বেজা) পরিকল্পনা কমিশনে ‘প্রাইভেট ইনভেষ্টমেন্ট এন্ড ডিজিটাল ইন্টারপেনারশীপ (পিআরআইডিই) ফর বেজা প্রজেক্ট’ প্রস্তাব করেছে। প্রকল্পটির ওপর চলতি মাসের ১৫ তারিখে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের পর আগামী বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর ২০২৫ সালে বাস্তবায়ন করা হবে। প্রকল্পটি বাস্তবায়নে ৩ হাজার ৯৭০ কোটি টাকা দিবে বিশ^ব্যাংক।

[৩] পিইসি সভার কার্যপত্র থেকে জানা গেছে, এর আগে ২০১৪ থেকে জানুয়ারি ২০২১ মেয়াদে ‘বাংলাদেশ ইকোনোমিক জোন ডেভেলপমেন্ট প্রকল্প ফেজ-১ প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। এ প্রকল্পের আওতায় চট্টগ্রাম জেলার মিরসরাই ও সীতাকুন্ড উপজেলায় এবং ফেনী জেলার সোনাগাজীর ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর’ এর দুইটি জোনের প্রায় ২ হাজার একর জমির ৯০ শতাংশ মাটি ভরাট ও উন্নয়নের মাধ্যমে বিনিয়োগকারীদের জন্য শিল্প ইউনিট স্থাপনের উপযোগী করে তোলা। এ যাবৎ মোট ১০৪টি শিল্প ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে।

[৪] উক্ত প্রকল্পের ধারাবাহিকতায় বিশ^ব্যাংকের ঋণ সহায়তায় ‘প্রাইভেট ইনভেষ্টমেন্ট এন্ড ডিজিটাল ইন্টারপেনারশীপ (পিআরআইডিই) ফর বেজা প্রজেক্ট’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে। বেজা আশা করছে এ প্রকল্পটি বাস্তবায়ন হলে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর-২ আরও আকর্ষনীয়ভাবে গ্রীণ অর্থনৈতিক অঞ্চলে রূপান্তরিত হবে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়