শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২৮ জুন, ২০২০, ১২:৫৫ দুপুর
আপডেট : ২৮ জুন, ২০২০, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]কার্তারপুর করিডোর ২৯ জুন খুলে দিচ্ছে পাকিস্তান : পররাষ্ট্র মন্ত্রণালয়

ইমরুল শাহেদ : [২] পাকিস্তান শনিবার শিখ পূণ্যার্থীদের জন্য মহারাজ রণজিৎ সিংয়ের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে কোভিড-১৯ মহামারী বিস্তারের মধ্যেই কার্তারপুর করিডোর খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এক্সপ্রেস ট্রিবিউন, টাইমস অব ইন্ডিয়া

[৩] পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেইশী টুইটারের মাইক্রোবøগিং ওয়েবসাইটের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান দিয়েছেন।

[৪] তিনি ভারতকে বার্তা দিতে উল্লেখ করেছেন, করিডোর খুলে দিতে পাকিস্তানের প্রস্তুতি সম্পন্ন করেছে।

[৫] কোভিড-১৯ সংক্রমণ বিস্তারের কারণে গত ১৬ মার্চ অস্থায়ীভাবে করিডোরটি বন্ধ করে দেওয়া হয়েছিল।

[৬] সংক্রমণ রোধে সকল ব্যবস্থা গ্রহণ করে তিনি ভারতকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসি্িডউর্স (এসওপি) আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

[৭] কার্তার করিডোরটি ২০১৯ সালের ৯ নভেম্বর উদ্বোধন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বাবা গুরু নানকের ৫৫০তম জন্মদিনে এই করিডোরটি উদ্বোধন করে বিশ্ব শিখ সম্প্রদায়ের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করা হয়েছে।

[৮] পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, কার্তারপুর করিডোর শান্তি ও ধর্মীয় সম্প্রীতির একটি অনন্য প্রতীক।

[৯] পাকিস্তান সরকারের এ উদ্যোগকে বিশ্ব শিখ সম্প্রদায় স্বাগত জানিয়েছে। শিখবাদের প্রথম গুরু বাব নানক জীবনের শেষ ১৮ বছর এই কার্তারপুরেই অতিবাহিত করেছেন।

[১০] কার্তারপুর সাহিব গুরুদোয়ারা রবি নদীর পাড়ে পাকিস্তানের নারোয়াল জেলায় অবস্থিত। ভারতের যে কোনো ধর্মের পূণ্যার্থীদেরই বিনা ভিসায় গুরুদুয়ারা ভ্রমণের সুযোগ দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়