শিরোনাম
◈ বিদেশে আশ্রয় আবেদনে শীর্ষে বাংলাদেশিরা: বাড়ছে আবেদন, কমছে স্বীকৃতি ◈ মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম অধ্যাদেশের গেজেট প্রকাশ ◈ মাঝরাতে কক্সবাজারে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত ◈ যেসব সুবিধা পান রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা  ◈ আইআরআই জরিপ: ইউনূস সরকারের প্রতি আস্থা অটুট, ৮০% বাংলাদেশি অবাধ–সুষ্ঠু নির্বাচনে আশাবাদী ◈ খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মোদির বার্তা: চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতায় প্রস্তুত ভারত ◈ খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার ◈ ইন্টার মিলা‌নের জয়, জোড়া গোল করে ইতিহাস লাউতারোর ◈ প্রাথমিক শিক্ষকদের মঙ্গলবারও কর্মবিরতি, হবে না বার্ষিক পরীক্ষা ◈ ২০২৬ থেকে বাধ্যতামূলক সিবিএমএস: বন্ড ব্যবস্থাপনায় পূর্ণ ডিজিটাল যুগে এনবিআর

প্রকাশিত : ২৭ জুন, ২০২০, ১০:৩৯ দুপুর
আপডেট : ২৭ জুন, ২০২০, ১০:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকারের আর্থিক প্যাকেজের ঘোষণা আছে কিন্তু বাস্তবায়ণ নেই

বিশ্বজিৎ দত্ত : [২] বাংলাদেশ ব্যাংক তাই ব্যাংকগুলোর নগদ যোগানের চার্জ দশমিক ০৫ শতাংশ করেছে বলে জানা যায়। তবে এখনো এ বিষয়ে কোন প্রজ্ঞাপন জারী হয়নি। বাণিজ্যিক ব্যাংকগুলোর ১০০ টাকা ঋণে ৩০ টাকা দেয় বাংলাদেশ ব্যাংক। এরজন্য বাংলাদেশ ব্যাংক আগে শতকরা ২ টাকা বার্ষিক চার্জ নিতো। ব্যাংকার্সদের দাবির মুখে এটি কমিয়ে দশমিক ৫ পয়সা করা হয়েছে। ব্যাংকাররা বলছেন, নীতি সংশোধন হচ্ছে ঋণ দিতে সময় লাগবে।

[৩] বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের ওয়াকিং ক্যাপাটাল বাবদ ২২ হাজার কোটি টাকার ঋণ কিছুই বিতরণ হয়নি। বড় শিল্পের জন্য ৩০ হাজার কোটি টাকা কিছু বিতরণ হয়েছে। এটিও ১০ শতাংশের মতো।

[৪] ঋণ বিতরণের সমস্যার বিষয়ে পূবালী ব্যাংকের এমডি জানান, ওয়াকিং ক্যাপিট্যাল বাবদ ঋণের শর্তই হলো প্রতিষ্ঠানের সঙ্গে আগে ব্যাংকের লেনদেন থাকতে হবে। যদি নাও থাকে তবে প্রতিষ্ঠানে নিয়ম মেনে জমাখরচের হিসাব থাকতে হবে। টিন বিন থাকতে হবে। কিছুই নাই ঋণ পাবে বলে মনে হয় না।

[৫] ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান ও অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর বলেন, বড়দের ঋণ দিতে সমস্যা হলো খেলাপির। যারা প্রডাকশানে আছে তারা ঋণ পাচ্ছে। ক্ষুদ্র মাঝারিরাও ঋণ পাবে ৩ মাস সময় লাগবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়