মনিরুল ইসলাম : [২] ২৯ জুন বাজেট আলোচনার ওপর সমাপনী বক্তব্য শেষ হবে। এবারের বাজেট ৫ লাখ ৬৮ হাজার কোটি। ঘাটতি ধরা হয়েছে ১ লাখ ৯০ হাজার কোটি টাকা।
[৩] একের পর এক সাংসদ-মন্ত্রী কোভিড-১৯ শনাক্ত হওয়ায় সংসদের বাজেট অধিবেশন আর ২ কার্যদিবস চলবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩০ জুন বাজেট পাস হবার পর বাজেট অধিবেশন সমাপ্তি ঘোষণা সংত্রুান্ত রাষ্ট্রপতির আদেশ পাঠ করে সমাপ্তি করা হবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।
[৪] এরআগে, ১০ জুন বাজেট অধিবেশন শুরু হয়। ১১ জুন প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ১৫ জুন বিদায়ী বছরের সম্পূরক বাজেট পাস হয়। ২৩ জুন শুরু হয় প্রস্তাবিত বাজেটের ওপর মুল আলোচনা। এরপর ২৯ জুন পর্যন্ত মুলতবী করা হয় অধিবেশন। সম্পাদনা : রায়হান রাজীব