মুসবা তিন্নি : [২] মাত্র ১৬ বছর বয়সেই নয়া দিল্লির প্রীত বিহারে নিজের বাড়িতে আত্মহত্যা করেন তিনি।
[৩] তবে কী কারণে সিয়া আত্মহত্যা করেছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে ব্যক্তিগত কারণেই ওই টিকটক স্টার আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন তার ম্যানেজার অর্জুন সারিন।
[৪] রিপোর্টে প্রকাশ, টিকটকে ১ মিলিয়ন ফলোয়ার সিয়ার। অন্যদিকে ইনস্টাগ্রামেও রয়েছে তার ১ লক্ষ ফলোয়ার। ফলে কাজের জগতের জন্য নয়, ব্যক্তিগত কারণেই সিয়া কক্কর আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে পুলিশ তদন্ত শুরু করেছে। যদিও তদন্তের গতিপ্রকৃতি নিয়ে পুলিশ কোনও মন্তব্য করেনি। পাশাপাশি সিয়ার পরিবারের তরফেও এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। সম্পাদনা : খালিদ আহমেদ