শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৬ জুন, ২০২০, ০৬:৪০ সকাল
আপডেট : ২৬ জুন, ২০২০, ০৬:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জঙ্গিবাদে অর্থায়ন, এফএটিএ এর ধূসর তালিকাতেই থাকছে পাকিস্তান

ইমরুল শাহেদ : [২] জঙ্গি অর্থায়ন ও অর্থ পাচারের বিষয়ে পর্যবেক্ষক আন্তর্জাতিক সংগঠন ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এফএটিএফ বুধবার পাকিস্তানকে ধূসর তালিকায় রাখার সিদ্ধান্ত নিয়েছে। কারণ পাকিস্তান জঙ্গি সংগঠন লস্করে তৈয়বা ও জৈশে মোহাম্মদকে কারা অর্থ যোগান দিচ্ছে তা খতিয়ে দেখতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। করোনাভাইরাসের কারণে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে ভার্চুয়ালি।

[৩] কর্মকর্তারা বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, আগামী অক্টোবরে পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হওয়া পর্যন্ত পাকিস্তান ধূসর তালিকাতেই থাকবে।

[৪] নিউজ এইটিন ও দ্য হিন্দুর খবরে বলা হয়, পাকিস্তানকে ‘ধূসর তালিকায়’ রাখার প্রস্তাবটি উত্থাপিত হয় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। এতে সমর্থন দেয় যুক্তরাজ্য, ফ্রান্স এবং ভারত। ৩৬-১ ভোটে পাকিস্তানকে তালিকাভূক্ত করার সিদ্ধান্ত হয়।

[৫] নিউজ এইটিন জানিয়েছে, টাক্সফোর্সের সিদ্ধান্তে পাকিস্তানে বিদেশি বিনিয়োগ ও বিদেশে পাকিস্তানের বিনিয়োগ প্রায় অসম্ভব হয়ে যাওয়ার পাশাপাশি পাকিস্তানের পক্ষে বিদেশ থেকে ঋণ সহায়তা সংক্রান্ত লেনদেনও কঠিন হয়ে পড়বে। চলতি বছরের জুনের মধ্যে পাকিস্তানকে ৩০০ কোটি ডলার ঋণ পরিশোধ করতে হবে।

[৬] দুটি আঞ্চলিক সংগঠন - ইউরোপিয়ান কমিশন ও গালফ কো-অপারেশন কাউন্সিলসহ এফএটিএর সদস্য সংখ্যা ৩৯। ভারত হলো পরমর্শক ও এশিয়া প্যাসিফিক গ্রুপের সদস্য।

[৭] উল্লেখ্য, গত বছর ফেব্রুয়ারি মাসে পুলওয়ামা হামলার পর ভারত বিরোধী সন্ত্রাসী গ্রুপগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পাকিস্তান এবং জঙ্গি অর্থায়নের তিনটি মামলায় হাফিজ সাঈদ বর্তমানে কারাগারে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়