শিরোনাম
◈ পঞ্চম টি-টো‌য়ে‌ন্টি পরিত্যক্ত হওয়ায় অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে সিরিজ জিতলো ভারত   ◈ ভোটের নিরাপত্তা পরিকল্পনা: রেড, ইয়েলো ও গ্রিন জোনে সাজানো হবে দেশ ◈ শিক্ষকদের আন্দোলন যৌক্তিক নয়, ১৩ থেকে ১০ম গ্রেডে আনার যুক্তি নেই: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ◈ জামায়াতসহ ৮ দলের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ◈ প্রাথমিক শিক্ষকদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা ◈ অর্ধ ট্রিলিয়ন ডলারের মালিক হয়েও যে কারণে সাধারণ জীবনে ইলন মাস্ক, এত সম্পদ দিয়ে কী করেন? ◈ কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের কাজ নয়: তারেক রহমান ◈ যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, যাত্রীদের চরম ভোগান্তি ◈ কিছু দল জোরপূর্বক দাবি আদায় করতে চায় : আমীর খসরু ◈ ফ্যাসিবাদী গোষ্ঠী নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে জনগণই প্রতিরোধ করবে: আইজিপি

প্রকাশিত : ২৬ জুন, ২০২০, ০৬:৪০ সকাল
আপডেট : ২৬ জুন, ২০২০, ০৬:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জঙ্গিবাদে অর্থায়ন, এফএটিএ এর ধূসর তালিকাতেই থাকছে পাকিস্তান

ইমরুল শাহেদ : [২] জঙ্গি অর্থায়ন ও অর্থ পাচারের বিষয়ে পর্যবেক্ষক আন্তর্জাতিক সংগঠন ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এফএটিএফ বুধবার পাকিস্তানকে ধূসর তালিকায় রাখার সিদ্ধান্ত নিয়েছে। কারণ পাকিস্তান জঙ্গি সংগঠন লস্করে তৈয়বা ও জৈশে মোহাম্মদকে কারা অর্থ যোগান দিচ্ছে তা খতিয়ে দেখতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। করোনাভাইরাসের কারণে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে ভার্চুয়ালি।

[৩] কর্মকর্তারা বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, আগামী অক্টোবরে পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হওয়া পর্যন্ত পাকিস্তান ধূসর তালিকাতেই থাকবে।

[৪] নিউজ এইটিন ও দ্য হিন্দুর খবরে বলা হয়, পাকিস্তানকে ‘ধূসর তালিকায়’ রাখার প্রস্তাবটি উত্থাপিত হয় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। এতে সমর্থন দেয় যুক্তরাজ্য, ফ্রান্স এবং ভারত। ৩৬-১ ভোটে পাকিস্তানকে তালিকাভূক্ত করার সিদ্ধান্ত হয়।

[৫] নিউজ এইটিন জানিয়েছে, টাক্সফোর্সের সিদ্ধান্তে পাকিস্তানে বিদেশি বিনিয়োগ ও বিদেশে পাকিস্তানের বিনিয়োগ প্রায় অসম্ভব হয়ে যাওয়ার পাশাপাশি পাকিস্তানের পক্ষে বিদেশ থেকে ঋণ সহায়তা সংক্রান্ত লেনদেনও কঠিন হয়ে পড়বে। চলতি বছরের জুনের মধ্যে পাকিস্তানকে ৩০০ কোটি ডলার ঋণ পরিশোধ করতে হবে।

[৬] দুটি আঞ্চলিক সংগঠন - ইউরোপিয়ান কমিশন ও গালফ কো-অপারেশন কাউন্সিলসহ এফএটিএর সদস্য সংখ্যা ৩৯। ভারত হলো পরমর্শক ও এশিয়া প্যাসিফিক গ্রুপের সদস্য।

[৭] উল্লেখ্য, গত বছর ফেব্রুয়ারি মাসে পুলওয়ামা হামলার পর ভারত বিরোধী সন্ত্রাসী গ্রুপগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পাকিস্তান এবং জঙ্গি অর্থায়নের তিনটি মামলায় হাফিজ সাঈদ বর্তমানে কারাগারে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়