শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২৬ জুন, ২০২০, ০৬:৪০ সকাল
আপডেট : ২৬ জুন, ২০২০, ০৬:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জঙ্গিবাদে অর্থায়ন, এফএটিএ এর ধূসর তালিকাতেই থাকছে পাকিস্তান

ইমরুল শাহেদ : [২] জঙ্গি অর্থায়ন ও অর্থ পাচারের বিষয়ে পর্যবেক্ষক আন্তর্জাতিক সংগঠন ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এফএটিএফ বুধবার পাকিস্তানকে ধূসর তালিকায় রাখার সিদ্ধান্ত নিয়েছে। কারণ পাকিস্তান জঙ্গি সংগঠন লস্করে তৈয়বা ও জৈশে মোহাম্মদকে কারা অর্থ যোগান দিচ্ছে তা খতিয়ে দেখতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। করোনাভাইরাসের কারণে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে ভার্চুয়ালি।

[৩] কর্মকর্তারা বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, আগামী অক্টোবরে পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হওয়া পর্যন্ত পাকিস্তান ধূসর তালিকাতেই থাকবে।

[৪] নিউজ এইটিন ও দ্য হিন্দুর খবরে বলা হয়, পাকিস্তানকে ‘ধূসর তালিকায়’ রাখার প্রস্তাবটি উত্থাপিত হয় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। এতে সমর্থন দেয় যুক্তরাজ্য, ফ্রান্স এবং ভারত। ৩৬-১ ভোটে পাকিস্তানকে তালিকাভূক্ত করার সিদ্ধান্ত হয়।

[৫] নিউজ এইটিন জানিয়েছে, টাক্সফোর্সের সিদ্ধান্তে পাকিস্তানে বিদেশি বিনিয়োগ ও বিদেশে পাকিস্তানের বিনিয়োগ প্রায় অসম্ভব হয়ে যাওয়ার পাশাপাশি পাকিস্তানের পক্ষে বিদেশ থেকে ঋণ সহায়তা সংক্রান্ত লেনদেনও কঠিন হয়ে পড়বে। চলতি বছরের জুনের মধ্যে পাকিস্তানকে ৩০০ কোটি ডলার ঋণ পরিশোধ করতে হবে।

[৬] দুটি আঞ্চলিক সংগঠন - ইউরোপিয়ান কমিশন ও গালফ কো-অপারেশন কাউন্সিলসহ এফএটিএর সদস্য সংখ্যা ৩৯। ভারত হলো পরমর্শক ও এশিয়া প্যাসিফিক গ্রুপের সদস্য।

[৭] উল্লেখ্য, গত বছর ফেব্রুয়ারি মাসে পুলওয়ামা হামলার পর ভারত বিরোধী সন্ত্রাসী গ্রুপগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পাকিস্তান এবং জঙ্গি অর্থায়নের তিনটি মামলায় হাফিজ সাঈদ বর্তমানে কারাগারে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়