শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ০৯:১৩ সকাল
আপডেট : ২৫ জুন, ২০২০, ০৯:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বগুড়ায় চিকিৎসক, সাংবাদিক ও পুলিশসহ কোভিড-১৯ এ আক্রান্ত ১০৯ জন

বগুড়া প্রতিনিধি: [২] বুধবার পরীক্ষা করা ৩৩৪টি নমুনার ফলাফল এসেছে এর মধ্যে ১০৯ জনের পজিটিভ এসেছে। বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগ বৃহস্পতিবার সকাল ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন।

[৩] বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাযায়, গত ২৪ঘন্টায় সরকারি ও বে-সরকারি পিসিআর ল্যাব থেকে ৩৩৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক)হাসপাতাল পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয় ১৮৮টি নমুনার মধ্যে ৬৫জনের পজিটিভ এসেছে। বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয় ১৪৬টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে ৪৪টি। এতে ১০৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় ২৪ জুন পর্যন্ত অত্র জেলায় মোট আক্রান্ত হয় ২ হাজার ৫১৬ জন।

[৪] নতুন আক্রান্ত ১০৯ জনের মধ্যে ৭৬জন পুরুষ, ২৯ নারী, ৪জন শিশু রয়েছে। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ৫০জনের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। এ ছাড়া ৪১ থেকে ৫০ বছর বয়সী রয়েছেন ২১জন, ৫১ থেকে ৭০ বছর বয়সী রয়েছেন ৩১জন এবং ৭০ বছরের উর্ধ্বে আরও ৩জন আক্রান্ত হয়েছেন।

[৫] বগুড়ার সিভিল সার্জন ডা.গওসুল আজিম এ প্রতিবেদক-কে বলেন, শজিমেক ও টিএমএসএসের পিসিআর ল্যাবের ফলাফলে করোনা পজিটিভ ১০৯জনের মধ্যে বগুড়া সদরে ৭৬জন, শেরপুরে ৭, শাজাহানপুরে ১০,গাবতলীতে ৬, কাহালুতে ৩, ধুনটে ২, শিবগঞ্জে ২, আদমদীঘিতে১ , নন্দীগ্রামে ১, সারিয়াকান্দিতে ১জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

[৬] অত্র জেলায় মোট ৪৩জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ৯জন সুস্থ হয়েছেন। করোনাভাইরাসে সুস্থ সংখ্যা দাঁড়িয়েছে ২৮৩জন। বগুড়ায় করোনাভাইরাস শনাক্ত পরীক্ষার জন্য এ পর্যন্ত মোট ১৬ হাজার ১৬ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে গত ২৪জুন পর্যন্ত ১৩ হাজার ৯৮৪টি নমুনার পরীক্ষা সম্পন্ন হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়