তৌহিদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া: [২] জেলায় নতুন করে ৪০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
[৩] ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ বুধবার সন্ধ্যায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
[৪] তিনি বলেন, বিকেলে সরকারি ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারাল সেন্টার এবং বেসরকারি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ২৯৫টি নমুনা পরীক্ষা রিপোর্ট পাওয়া যায়। এতে ৪০ জনের রিপোর্ট পজিটিভ আসে। এ নিয়ে জেলায় মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৬৫২ জনে।
[৫] উল্লেখ্য, এ পর্যন্ত জেলায় ৮ হাজার ৫২০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ৬ হাজার ৭৪৮ জনের ফলাফল পাওয়া গেছে। সম্পাদনা: জেরিন আহমেদ