শিরোনাম
◈ পোস্টাল ভোটিংয়ের ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে যে বার্তা দিলেন সিইসি ◈ জাতি কখনো দিশেহারা হলে জুলাই জাদুঘরে পথ খুঁজে পাবে: প্রধান উপদেষ্টা  ◈ যে দুই দেশ ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা কেড়ে নিল ◈ থাইল্যান্ড যাওয়ার অনুমতি মেলেনি আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের ◈ আমরা যদি একসঙ্গে ঐক্যবদ্ধ থাকি সকলের মিলে সমস্যার সমাধান করতে পারবো : তারেক রহমান ◈ জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা র‍্যাব ডিজির (ভিডিও) ◈ সেহরি ও ইফতারের সময়সূচি জানাল ইসলামিক ফাউন্ডেশন ◈ ঢাকার ১৩টি আসনে দুপুর পর্যন্ত ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত‍্যাহার ◈ ভোটকেন্দ্র নজরদারিতে সিসিটিভি: ৭২ কোটি টাকার বিশেষ বরাদ্দ ◈ চ্যাম্পিয়ন্স লিগে রাতে লড়াই‌য়ে নামছে আর্সেনাল, রিয়াল মাদ্রিদ, পিএসজি ও ইন্টার মিলান

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬, ০৭:১৮ বিকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুর-৪ আসনে একক প্রার্থীর দাবিতে খেলাফত মজলিসের সভায় হট্টগোল, রাজপথে নামার হুঁশিয়ারি

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ খেলাফত মজলিসের পাঁচ জেলার সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে আয়োজিত কর্মী মোটিভেশন সভায় উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য চলাকালে ফরিদপুর-৪ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লাকে একক প্রার্থী হিসেবে মনোনয়নের দাবিতে স্থানীয় নেতাকর্মীরা তীব্র প্রতিবাদ জানান।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ভাঙ্গা উপজেলার পুলিয়া গ্রামে ফরিদপুর-৪ আসনের প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লার বাসভবনের সামনে অনুষ্ঠিত কর্মী মোটিভেশন সভায় এ ঘটনা ঘটে।

সভায় মিজানুর রহমান মোল্লার সমর্থকেরা বলেন, গত দুই বছর ধরে খেলাফত মজলিসের এই প্রার্থীর নেতাকর্মীরা মাঠে-ময়দানে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। এ সময় তারা বিএনপি, জামায়াত ও বিরোধী পক্ষের হামলা, মামলা ও নানা নির্যাতনের শিকার হয়েছেন বলেও দাবি করেন। তবুও তারা আন্দোলন-সংগ্রাম থেকে সরে দাঁড়াননি। তাই ফরিদপুর-৪ আসনে ১০ দলীয় জোটের পক্ষ থেকে রিকশা প্রতীকের বাইরে অন্য কোনো প্রার্থী মনোনীত করা হলে তা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা। দাবি পূরণ না হলে দক্ষিণবঙ্গ অচল করে রাজপথে নামার ঘোষণাও দেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব ও শরীয়াতপুর-১ আসনের এমপি প্রার্থী মাওলানা জালাল উদ্দিন নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, ১০ দলীয় জোটের পক্ষ থেকে ফরিদপুর-৪ আসনে দুইজন প্রার্থীকে এখনো ওপেন রাখা হয়েছে। তারা হলেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা সরোয়ার হোসেন এবং খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা। এই দুই প্রার্থীর মধ্যে যাঁর জনসমর্থন বেশি হবে, তাকেই জোটের চূড়ান্ত সমর্থন দেওয়া হবে।

তিনি আরও বলেন, ভোটের মাঠে জনসমর্থন বাড়াতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী এক সপ্তাহের মধ্যেই ফরিদপুর-৪ আসনে ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক মুফতী নূর মোহাম্মদ, কেন্দ্রীয় অভিভাবক পরিষদের সদস্য ও ফরিদপুর-২ আসনের প্রার্থী শাইখুল হাদিস মাওলানা আকরাম আলী, ফরিদপুর-৪ আসনের প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা, মাদারীপুর-১ আসনের প্রার্থী মাওলানা সাঈদ আহমেদ হানজালা, গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থী মাওলানা আব্দুল আজিজ মক্কী, ফরিদপুর জেলা সভাপতি মাওলানা আমজাদ হোসেনসহ পাঁচ জেলা ও উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়