শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ০১:০৯ রাত
আপডেট : ২৫ জুন, ২০২০, ০১:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকার করোনার প্রকৃত পরিস্থিতি নিয়ে দেশবাসীকে অন্ধকারে রেখেছে: আ স ম আবদুর রব

সমীরণ রায় : [২] জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন তালুকদার এক বিবৃতিতে আরও বলেন, দেশের ৪৩ জেলায় সরকার করোনা টেস্টের কোনো ল্যাব স্থাপন করতে পারেনি। পরিস্থিতি পর্যালোচনার নামে দেশবাসীকে আংশিক তথ্য-উপাত্ত দিয়ে সরকার করোনার ভয়াবহতা গোপন করছে।

[৩] তারা বলেন, ন্যূনতম সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করেনি সরকার। করোনা ভাইরাসে প্রতিদিন মৃত্যুর সংখ্যা বাড়ছে। সংক্রমণের গতি এখন ঊর্ধ্বমুখী। করোনা যুদ্ধে জড়িত ফ্রন্ট লাইনের চিকিৎসক-নার্স স্বাস্থ্যকর্মী ও পুলিশের মৃত্যু জনজীবনে বড় ধরনের শঙ্কার জন্ম দিচ্ছে।

[৪] তারা আরও বলেন, বিশাল জনবল ও অত্যাধুনিক সুযোগ-সুবিধা থাকার পরেও সরকার হাসপাতালগুলোকে কাজে লাগাতে পারছে না। এই মহামারি সামাল দিতে সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। অনিশ্চিত স্বাস্থ্য ঝুঁকিও অর্থনীতিতে হুমকি সৃষ্টি করতে পারে সরকার তাও বিবেচনা করছে না।

[৫] উন্নত বিশ্বের তুলনায় মৃত্যু সংখ্যা কম বলে সরকার আত্মতুষ্টিতে ভুগছে। যা সরকারের নিতান্তই এক নির্মম মানসিকতার বহিঃপ্রকাশ। অতিদ্রুত চিকিৎসক, জনস্বাস্থ্যবিদ, নার্স, সাংবাদিক, পুলিশসহ সকল পেশাজীবীদের সমন্বয়ে জাতীয় স্বাস্থ্য কাউন্সিল গঠন করুন। করোনা মোকাবিলায় জাতীয় ঐক্য স্থাপন করে মানুষের জীবনের সুরক্ষা দিন।

[৬] বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এসব কথা বলেন। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়