শিরোনাম
◈ ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ৬ জনের শরীরে পেট্রল ঢেলে আগুন, দুজনের মৃত্যু ◈ ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে যুদ্ধবিরতি: গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর ◈ সোনার দাম একলাফে কমলো সাড়ে ১০ হাজার টাকা ◈ ইতালিতে রেসিডেন্স পারমিট পাওয়ায় শীর্ষ তিনে বাংলাদেশিরা ◈ গাজায় ইসরাইলপন্থী পক্ষপাতের অভিযোগে নিউইয়র্ক টাইমস বয়কটের ঘোষণা ১৫০-রও বেশি লেখক ও শিল্পীর ◈ বিপুলসংখ্যক জামিন প্রশ্নে তিন বিচারপতির কাছে কোনো ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট ◈ ক্ষোভে জ্বলছে ভারতীয়রা : পাক জেনারেলকে ড. ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের সাত রাজ্য! ◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত ◈ কতটুকু জায়গা ছাড়তে হয় বাড়ি করার সময়, জেনে নিন আইনে কী আছে ◈ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ১২:১৫ দুপুর
আপডেট : ২৫ জুন, ২০২০, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] থাইল্যান্ড ভ্রমণের জন্য আগামী সপ্তাহ থেকে অনুমতি পাবে পর্যটকরা

ইমরুল শাহেদ : [২] দেশটির একজন উর্ধ্বতন কর্মকর্তা বুধবার বলেছেন, নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে যেসব বিধিনিষেধ আরোপ করা হয়েছিল তা শিথিল করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইকোনোমিক টাইমস, রয়টার্স

[৩] সরকারি সেন্টার ফর কোভিড-১৯ সিসুয়েশন অ্যাডমিনিষ্ট্রেশনের মুখপাত্র তাওইসিন ওয়াইসানইয়োথিন বলেছেন, এজন্য প্রথম যে গ্রুপটি ১৪ দিনের রাষ্ট্রীয় কোয়ারেন্টাইন চেয়ে নাম নিবন্ধন করেছে তাদের মধ্যে রয়েছেন ওয়ার্ক পারমিট পাওয়া, বিনিয়োগকারী ও ব্যবসায়িক নির্বাহীরা।

[৪] তিনি বলেন, অনুমোদনের জন্য নতুন যে কোনো পদক্ষেপের বিষয়টি নির্ভর করে সরকারি টাস্ক ফোর্সের ওপর। তারা এ ব্যাপারে সোমবার বৈঠক বসবেন। তিনি বলেছেন চিকিৎসার জন্য যারা থাইল্যান্ড যেতে চান, তাদেরকেও যেতে দেওয়া হবে।

[৫] থাইল্যান্ডের বেসামরিক উড়োজাহাজ চলাচল জুন মাস বন্ধ থাকবে। জুলাই মাসে সীমিত পরিসরে কিছু উড়োজাহাজ চলাচল শুরু হবে। তবে পর্যটকরা যাতায়াত শুরু করতে পারবেন আগস্ট মাস থেকে।

[৬] তাওইসিন বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘খুব শিগগিরই আকাশ পথ পুরোপুরি খুলে দেওয়ার সম্ভাবনা নেই। কারণ বিশ্বজুড়েই সংকট এখনও অব্যাহত। শুধু কিছু দেশের ক্ষেত্রে ব্যবস্থা করা হবে।’

[৭] স্বল্প সময়ের জন্য যারা ব্যবসায়িক কাজে থাইল্যান্ড যাবেন, তাদের কাছে করোনামুক্ত সনদ থাকতে হবে। এছাড়াও লাগবে স্বাস্থ্য ইনস্যুরেন্স। থাইল্যান্ডে অবস্থানকালে তারা চিকিৎসকের নজরদারিতে থাকবেন।

[৮] থাইল্যান্ড যাতায়াতের জন্য উড়োজাহাজ ও কোভিড পরীক্ষায় সীমাবদ্ধতা আছে, তাই পর্যটকদের জন্য ভাইরাসমুক্ত সনদ পেতে কঠিন হয়ে পড়বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়