শিরোনাম
◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস ◈ শাপলা প্রতীক নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক!

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ১২:১৫ দুপুর
আপডেট : ২৫ জুন, ২০২০, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] থাইল্যান্ড ভ্রমণের জন্য আগামী সপ্তাহ থেকে অনুমতি পাবে পর্যটকরা

ইমরুল শাহেদ : [২] দেশটির একজন উর্ধ্বতন কর্মকর্তা বুধবার বলেছেন, নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে যেসব বিধিনিষেধ আরোপ করা হয়েছিল তা শিথিল করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইকোনোমিক টাইমস, রয়টার্স

[৩] সরকারি সেন্টার ফর কোভিড-১৯ সিসুয়েশন অ্যাডমিনিষ্ট্রেশনের মুখপাত্র তাওইসিন ওয়াইসানইয়োথিন বলেছেন, এজন্য প্রথম যে গ্রুপটি ১৪ দিনের রাষ্ট্রীয় কোয়ারেন্টাইন চেয়ে নাম নিবন্ধন করেছে তাদের মধ্যে রয়েছেন ওয়ার্ক পারমিট পাওয়া, বিনিয়োগকারী ও ব্যবসায়িক নির্বাহীরা।

[৪] তিনি বলেন, অনুমোদনের জন্য নতুন যে কোনো পদক্ষেপের বিষয়টি নির্ভর করে সরকারি টাস্ক ফোর্সের ওপর। তারা এ ব্যাপারে সোমবার বৈঠক বসবেন। তিনি বলেছেন চিকিৎসার জন্য যারা থাইল্যান্ড যেতে চান, তাদেরকেও যেতে দেওয়া হবে।

[৫] থাইল্যান্ডের বেসামরিক উড়োজাহাজ চলাচল জুন মাস বন্ধ থাকবে। জুলাই মাসে সীমিত পরিসরে কিছু উড়োজাহাজ চলাচল শুরু হবে। তবে পর্যটকরা যাতায়াত শুরু করতে পারবেন আগস্ট মাস থেকে।

[৬] তাওইসিন বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘খুব শিগগিরই আকাশ পথ পুরোপুরি খুলে দেওয়ার সম্ভাবনা নেই। কারণ বিশ্বজুড়েই সংকট এখনও অব্যাহত। শুধু কিছু দেশের ক্ষেত্রে ব্যবস্থা করা হবে।’

[৭] স্বল্প সময়ের জন্য যারা ব্যবসায়িক কাজে থাইল্যান্ড যাবেন, তাদের কাছে করোনামুক্ত সনদ থাকতে হবে। এছাড়াও লাগবে স্বাস্থ্য ইনস্যুরেন্স। থাইল্যান্ডে অবস্থানকালে তারা চিকিৎসকের নজরদারিতে থাকবেন।

[৮] থাইল্যান্ড যাতায়াতের জন্য উড়োজাহাজ ও কোভিড পরীক্ষায় সীমাবদ্ধতা আছে, তাই পর্যটকদের জন্য ভাইরাসমুক্ত সনদ পেতে কঠিন হয়ে পড়বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়