শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ২৪ জুন, ২০২০, ০৮:১৯ সকাল
আপডেট : ২৪ জুন, ২০২০, ০৮:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ এ অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশিরা মারা গেছেন মধ্যপ্রাচ্যে

জেরিন আহমেদ: [২] বিশ্বের ১৯টি দেশে ১ হাজার ২৩২ জন প্রবাসী বাংলাদেশির প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস । এদের মধ্যে সৌদি আরবেই মঙ্গলবার পর্যন্ত ৪১৫ জন বাংলাদেশির প্রাণহানি ঘটেছে। অর্থাৎ এ পর্যন্ত মধ্যপ্রাচ্যের এই দেশটিতে করোনায় মোট মৃত্যুর প্রায় ৩২ শতাংশই বাংলাদেশি। সূত্র: আরটিভি, সময় টিভি

[৩] সৌদিতে বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সেখানে সাড়ে ১৪ হাজার বাংলাদেশি করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।

[৪] কুয়েতে বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত সেখানে ৪ হাজার ২০০ বাংলাদেশি আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে ৪৫ জন মারা গেছেন।

[৫] সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কেন এতো বেশি বাংলাদেশি আক্রান্ত হচ্ছেন ও মারা যাচ্ছেন তার কারণ হিসাবে জানা গেছে, এসব দেশে ডরমিটরিতে বাংলাদেশের শ্রমিকদের গাদাগাদি করে থাকতে হয়। যা কারণে খুব দ্রুত তাদের মধ্যে করোনাভাইরাস ছড়ায়।

[৬] এসব কর্মীদের বেশিরভাগই দেশ থেকে জমি বিক্রি করে বা অন্য কোনোভাবে ঋণে জর্জরিত হয়ে সব সময় মানসিক চাপে ভুগেন। দেশে পরিবারের ভরণপোষণ ও কত দ্রুত ঋণের টাকা তুলতে পারবেন সেই উৎকণ্ঠায় দিন-রাত কাটে তাদের। এছাড়াও প্রচণ্ড শ্রম দেয়ার কারণে শরীরও থাকে দুর্বল। যে কারণে তাদের শরীরে নানা জটিলতা দেখা দেয়। আর আক্রান্তের পর এসব বাংলাদেশি শ্রমিকরা করোনার সঙ্গে লড়াইয়ে পরাজিত হচ্ছেন।

[৭] এ বিষয়ে রিয়াদে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ জানিয়েছেন, অধিকাংশ ক্ষেত্রে গাদাগাদি করে সাত -আটজন এক কামরায় থাকার কারণে সৌদি আরবে বাংলাদেশি শ্রমিকরা করোনায় আক্রান্ত হচ্ছে।

[৮] ইউনিভার্সিটি অব এডিনবার্গের সাম্প্রতিক এক গবেষণার তথ্যানুযায়ী, যুক্তরাজ্যে করোনাভাইরাসে মারা যাওয়া এশিয়ার নাগরিকদের সংখ্যা ২০ শতাংশ। এদের অন্তত ১৮ শতাংশই ছিলেন ডায়াবেটিসের রোগী।

[৯] ওই গবেষণার পর দেখা গেছে সৌদি আরবে করোনাভাইরাসে মারা যাওয়া বাংলাদেশিদের বড় অংশ ছিল হৃদ্‌রোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি রোগী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়