শিরোনাম
◈ আমি নিজেও সমালোচনার শিকার হয়েছি এটি করতে গিয়ে? কিন্তু আমার আর কোনও উপায় ছিলো না: ইশরাক ◈ ‌লিও‌নেল মে‌সি সর্বকালের সেরা ফুটবলার, তালিকায় সেরা দশে আছেন যারা ◈ তিনজনকে থানা থেকে ছাড়ানোর ঘটনায় হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ দিল এনসিপি ◈ চেন্নাইর বিরু‌দ্ধে জয় দি‌য়ে আই‌পিএল শেষ কর‌লো  রাজস্থান ◈ বাংলাদেশে মামলা, গ্রেপ্তার ও জামিন : এ কি আইনের শাসন? ◈ ২০২৫-২৬ অর্থবছরের বাজেট: আকার কমছে, কর কাঠামোয় পরিবর্তন ◈ খোলাবাজারে ডলারের দাম বৃদ্ধি, ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক ◈ পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন ছুটিতে, দায়িত্ব নিচ্ছেন নজরুল ইসলাম ◈ রেমিট্যান্সে করের প্রস্তাব: যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত কি বৈদেশিক মুদ্রা প্রবাহে বিপর্যয় আনবে? ◈ চাহিদা মেটাতে সিঙ্গাপুর থেকে এলএনজি কিনছে সরকার

প্রকাশিত : ২৪ জুন, ২০২০, ০৬:৪১ সকাল
আপডেট : ২৪ জুন, ২০২০, ০৬:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নমুনা দেওয়ার ১৭ দিনেও আসেনি রিপোর্ট, ‘বাধ্য হয়ে’ কর্মস্থলে ইউএনও

ডেস্ক রিপোর্ট : [২] নমুনা দিয়ে ১৭ দিনেও রিপোর্ট পাননি চট্টগ্রামের পটিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা জাহান উপমা। তাই বাধ্য হয়ে যোগ দিয়েছেন কর্মস্থলে। কয়েকটি অভিযানও পরিচালনা করেছেন। তবে এর মধ্যে ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ করেছেন তিনি।

[৩] গতকাল সোমবার নিজ কার্যালয়ে যোগ দেন উপমা। পরে পটিয়া পোস্ট অফিস মোড়, আদালত রোড, সবুর রোড, ক্লাব রোড, স্টেশন রোড, ডাকবাংলো মোড়, মুন্সেফ বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তিনি। জনসমাগম হওয়ায় এবং স্বাস্থ্যবিধি না মেনে দোকান খোলায় তিনটি প্রতিষ্ঠানের মালিককে ৮ হাজার টাকা করে অর্থদণ্ড করেন ইউএনও।

[৪] ইউএনও ফারহানা জাহান উপমা বলেন, ‘নমুনা দিয়েছি ১৭ দিন আগে, রিপোর্ট আসেনি। বাসায় বসে থেকে কী করব? শারীরিকভাবে বেশ সুস্থ বোধ করছি। এ ছাড়া ১৪ দিন কোয়ারেন্টিন পালন করেছি। কোনো রিপোর্ট না আসায় গতকাল সন্ধ্যা সাড়ে ৭টা থেকে কাজে নেমেছি।’

[৫] ইউএনও আরও বলেন, ‘আমার শরীরে কোনো উপসর্গ নেই। পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন আমাকে।’

[৬] ফারহানা জাহান উপমা বলেন, ‘মানুষ স্বাস্থ্যবিধি না মেনে হাট-বাজারসহ বিভিন্ন এলাকায় ঘোরাফেরার কারণে সংক্রমণ বাড়ছে। আমি বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছি। এ ছাড়া উপায় নেই। কারণ, পরিণাম যেকোনো সময় ভয়াবহ হতে পারে। রিপোর্টের অপেক্ষায় থাকলে সাধারণ জনগণের অবস্থা বেগতিক হয়ে পড়বে। আমার দায়িত্ব কাজ করা, সবকিছু মাথায় রেখেই কাজ করছি।’

[৭] গত ৭ জুন ইউএনও উপমার গাড়িচালক দেলোয়ার হোসেন, বাসার মালি করোনা আক্রান্ত হন। ৮ জুন পুরো পরিবারসহ নমুনা পরীক্ষার জন্য দেন ফারহানা জাহান উপমা। এখনো তাদের প্রতিবেদন আসেনি।

[৮] পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ জাবেদ জানান, চট্টগ্রামে জটের কারণে নমুনাগুলো পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। কিন্তু এ পর্যন্ত কোনো ফলাফল প্রকাশ করা হয়নি। তবে কয়েক দিনের মধ্যে ফলাফল আসতে পারে।আমাদের সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়