শিরোনাম
◈ বাংলাদেশে ডায়াবেটিস নিয়ে যে সাতটি প্রশ্নের মুখোমুখি হন চিকিৎসকরা ◈ এখন থে‌কে নতুন না‌মে রিয়াল মাদ্রিদের হোম ভেন্যু, ৭০ বছর পর নাম বদল  ◈ সোশ্যাল মিডিয়া আসক্তি কমাচ্ছে ঘুমের মান, বাংলাদেশি তরুণদের নিয়ে নেচার অ্যান্ড সায়েন্স অব স্লিপ এর নতুন গবেষণা ◈ ইংল‌্যা‌ন্ডের কার্ডিফে ২০২৮ সা‌লের ইউরো ফুটবল শুরু, ফাইনাল ওয়েম্বলিতে ◈ ভারত-দ‌ক্ষিণ আ‌ফ্রিকা টেস্ট চলাকালীন দর্শকদের মধ্যেই মিশে থাকবে পুলিশ, দিল্লি বিস্ফোরণের পর ইডেনে নজিরবিহীন নিরাপত্তা  ◈ বিএনপি-আ. লীগ সংঘর্ষে রণক্ষেত্র আড়াইহাজার ◈ তিন ঝুঁকিতে বাংলাদেশ: সতর্ক করলো আইএমএফ ◈ ফ্ল্যাট বা জমি হস্তান্তরে ফি নিলে ডেভেলপারদের বিরুদ্ধে ব্যবস্থা: সরকারের প্রজ্ঞাপন ◈ চার বিভাগে নতুন কমিশনার ◈ একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে যা বললেন সিইসি

প্রকাশিত : ২৪ জুন, ২০২০, ০৩:১৮ রাত
আপডেট : ২৪ জুন, ২০২০, ০৩:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফটে সিলেটের নাসুম

স্পোর্টস ডেস্ক:[২] করোনা পরবর্তী সময় কাটিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবার আসর অনুষ্ঠিত হবে কিনা এই নিয়ে দোলাচল ছিল। এর মধ্যেই আগামিকাল ২৪ জুন এবারের আসরের প্লেয়ার্স ড্রাফটস অনুষ্ঠিত হতে যাচ্ছে।

[৩] যেখানে আছে মাহমুদউল্লাহ রিয়াদসহ কয়েকজন বাংলাদেশি তারকাও। তবে চমকও রয়েছে। বাংলাদেশ থেকে নাসুম আহমেদ উঠতে যাচ্ছেন প্লেয়ার্স ড্রাফটে।

[৪] শুধু নাসুমই নন, মেহেদি হাসান রানাও উঠতে যাচ্ছেন ড্রাফটসসে। যাদের কিনা এখনও অভিষেক হয়নি জাতীয় দলের হয়ে। প্রথম বারের মতোই কোনো বিদেশি লিগের ড্রাফটে উঠার সুযোগ পাচ্ছেন।

[৫] বঙ্গবন্ধু বিপিএলে এই দুই ক্রিকেটারই যোগ দিয়েছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে। বল হাতে দেখিয়েছিলেন নৈপুণ্য। যার ফলে নজর কেড়েছিলেন সবার। এর মধ্যে নাসুম ডাকও পেয়ে গিয়েছিলেন জাতীয় দলে।

[৬] তবে অভিষেক হয়নি সিলেটের এই বাঁহাতি স্পিনারের। অপরদিকে মেহেদি হাসান রানা জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন। এই তরুণ পেসার বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলেছেন। ঘরোয়া লিগেও বেশ সুপরিচিত দু’জন।

[৭] ১৫ হাজার ডলার ভিত্তিমূল্য ধরা হয়েছে নাসুম ও রানার। যেটি ফ্র্যাঞ্চাইজিদের চাহিদাক্রমে বাড়তে পারে ৫ হাজার ডলার করে। দশম রাউন্ডে উঠবে তাদের নাম। নাসুম ও রানার সিপিএলে অংশ নেওয়ার বিষয়টি দেখভাল করছে বাংলাদেশের ইমাগো স্পোর্টস ম্যানেজম্যান্ট।

[৮] আগামি ১৮ আগস্ট শুরু হয়ে ১০ সেপ্টেম্বর এবারের সিপিএলে আসর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যেহেতু প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হচ্ছে, আসর আয়োজন নিয়ে বেশ আশাবাদীই সিপিএল কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়