শিরোনাম
◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও)

প্রকাশিত : ২৪ জুন, ২০২০, ০৩:১৮ রাত
আপডেট : ২৪ জুন, ২০২০, ০৩:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফটে সিলেটের নাসুম

স্পোর্টস ডেস্ক:[২] করোনা পরবর্তী সময় কাটিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবার আসর অনুষ্ঠিত হবে কিনা এই নিয়ে দোলাচল ছিল। এর মধ্যেই আগামিকাল ২৪ জুন এবারের আসরের প্লেয়ার্স ড্রাফটস অনুষ্ঠিত হতে যাচ্ছে।

[৩] যেখানে আছে মাহমুদউল্লাহ রিয়াদসহ কয়েকজন বাংলাদেশি তারকাও। তবে চমকও রয়েছে। বাংলাদেশ থেকে নাসুম আহমেদ উঠতে যাচ্ছেন প্লেয়ার্স ড্রাফটে।

[৪] শুধু নাসুমই নন, মেহেদি হাসান রানাও উঠতে যাচ্ছেন ড্রাফটসসে। যাদের কিনা এখনও অভিষেক হয়নি জাতীয় দলের হয়ে। প্রথম বারের মতোই কোনো বিদেশি লিগের ড্রাফটে উঠার সুযোগ পাচ্ছেন।

[৫] বঙ্গবন্ধু বিপিএলে এই দুই ক্রিকেটারই যোগ দিয়েছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে। বল হাতে দেখিয়েছিলেন নৈপুণ্য। যার ফলে নজর কেড়েছিলেন সবার। এর মধ্যে নাসুম ডাকও পেয়ে গিয়েছিলেন জাতীয় দলে।

[৬] তবে অভিষেক হয়নি সিলেটের এই বাঁহাতি স্পিনারের। অপরদিকে মেহেদি হাসান রানা জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন। এই তরুণ পেসার বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলেছেন। ঘরোয়া লিগেও বেশ সুপরিচিত দু’জন।

[৭] ১৫ হাজার ডলার ভিত্তিমূল্য ধরা হয়েছে নাসুম ও রানার। যেটি ফ্র্যাঞ্চাইজিদের চাহিদাক্রমে বাড়তে পারে ৫ হাজার ডলার করে। দশম রাউন্ডে উঠবে তাদের নাম। নাসুম ও রানার সিপিএলে অংশ নেওয়ার বিষয়টি দেখভাল করছে বাংলাদেশের ইমাগো স্পোর্টস ম্যানেজম্যান্ট।

[৮] আগামি ১৮ আগস্ট শুরু হয়ে ১০ সেপ্টেম্বর এবারের সিপিএলে আসর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যেহেতু প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হচ্ছে, আসর আয়োজন নিয়ে বেশ আশাবাদীই সিপিএল কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়