শিমুল মাহমুদ: [২] ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আইয়ুব হোসেন জানান, গত সোমবার গণস্বাস্থ্য কেন্দ্র এ চিঠি দেয়। চিঠিতে কিটের কার্যকারিতা পরীক্ষার ডাটাগুলো তারা পাঠিয়েছে। একই সঙ্গে উৎপাদন ও বিপণনের অনুমতি চেয়েছে।
[৩] এদিকে গণস্বাস্থ্য কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে জাফরুল্লাহ চৌধুরী বলেন, পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান বলেছিলেন, ইতিবাচক প্রতিবেদন পেলে তিনি নিবন্ধন দেবেন। এমনকি বিশেষজ্ঞ কমিটিতেও পাঠাবেন না। এটাই যৌক্তিক। আমরা এখন ঔষধ প্রশাসনের দ্রুত সিদ্ধান্তের অপেক্ষায়।
[৪] গণস্বাস্থ্যের এ প্রতিষ্ঠাতা আরো বলেন, বিএসএমএমইউ’র কারিগরি কমিটি কর্তৃক গণস্বাস্থ্য আরএনএ বায়োটেক লিমিটেড উদ্ভাবিত অ্যান্টিবডি কিটের সুপারিশের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি ঔষধ প্রশাসন জরুরিভাবে সার্বিক করোনা পরিস্থিতি বিবেচনায় এনে সুপারিশগুলো বাস্তবায়ন করবে এবং অতি দ্রুত নিবন্ধন ও বিপণনের অনুমতি দেবে। সম্পাদনা : রায়হান রাজীব