শিরোনাম
◈ বয়কট আলোচনার ম‌ধ্যে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের জন্য বিমা‌ন বুক করেছে পাকিস্তান  ◈ এক যুগ পর আজ শুরু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট ◈ ১৮ মিনিট আগেগণভোটে 'হ্যাঁ' অথবা 'না' এর পক্ষে প্রচার চালাতে পারবেন না সরকারি চাকরিজীবীরা ◈ রাষ্ট্রীয় নির্যাতনের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ পেতে বাধা কাটলো   ◈ বাংলা‌দেশ বিশ্বকাপ খেল‌ছে না ব‌লে খা‌লেদ মাহমুদ সুজ‌নের হৃদয়ে রক্তক্ষরণের অনুভূত হ‌চ্ছে ◈ জয় শাহর ৮ বার কল, সাড়া দিলেন না পিসিবি চেয়ারম্যান নাকভি ◈ জামায়াত নেতা হত্যা: ঝিনাইগাতীর ইউএনও ও ওসি প্রত্যাহার ◈ আগামীকালই হবে ৫০তম বিসিএস পরীক্ষা ◈ রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান প্রত্যাবাসন: প্রধান উপদেষ্টা ◈ ৪০ পুলিশ কর্মকর্তার পদোন্নতি

প্রকাশিত : ২৩ জুন, ২০২০, ১১:৩১ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০২০, ১১:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদক ব্যবসা ছাড়তে চাইলেও পুলিশের বাঁধা !

ইসমাঈল ইমু : [২] রাজধানীর মিরপুর এলাকায় মাদক বিক্রেতা পারুল অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসতে চান। আবারো স্বাভাবিকভাবে সংসার করতে চান। হত্যাসহ ৯টি মামলায় সব খুইয়ে একমাত্র ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করার কথা জানান এই নারী।

[৩] এ প্রতিবেদককে পারুল জানান, ভালো পথে ফিরতে চাইলেও বাঁধ সাধছেন শাহআলী থানার কতিপয় পুলিশ কর্মকর্তা। তার কাছে মাদক পাওয়া যাক আর না যাক পুলিশকে টাকা দিতেই হবে। কারণ তিনি এক সময় ওই এলাকার আলোচিত মাদক বিক্রেতা ছিলেন। বিভিন্ন মামলায় গ্রেপ্তার হবার পর তার ঘর-বাড়ি দখলসহ তার পরিবারের সকলকে বাড়ি থেকে বের করে দেয়া হয়। একমাত্র ছোট্ট ছেলের পড়াশুনাও অনিশ্চয়তায় পড়ে। জামিনে বেরিয়ে আবারো উর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তার সহায়তায় ঘর ফিরে পেলেও থানা পুলিশের প্রতিনিয়ত হয়রানীতে তিনি চরম বিপাকে পড়েছেন।

[৪] তিনি আরো বলেন, বিয়ের পর জানতে পারেন তার স্বামী একজন মাদক সেবী। কোনো কাজ করেন না। সংসার চালাতে বাধ্য হয়েই মাদক ব্যবসায় জড়ান। এরই মধ্যে একটি ছেলে সন্তানেরও জন্ম হয়। কিন্তু স্থানীয় চাঁদাবাজ ও পুলিশের কতিপয় কর্মকর্তার রোষানলে পড়ে সব হারান তিনি।

[৫] পারুল আক্ষেপ করে বলেন, ২০১৬ সালে শাহআলী এলাকার চা বিক্রেতাকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটায় পুলিশ। ওই মামলার এক নম্বর আসামী করা হয়েছে তাকে। বর্তমানে মামলাটি ডিবি পুলিশ তদন্ত করছে। যেসব মাদক বিক্রেতা ওই এলাকায় মাদক স্পট চালাচ্ছে তারা পুলিশের সহযোগিতায় আবারো মামলায় জড়ানো ও নানা হুমকি ধমকির মধ্যে রেখেছে। এ অবস্থায় স্বাভাবিক জীবনে ফিরতে স্বরাষ্ট্রমন্ত্রীসহ আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়