আসিফুজ্জামান পৃথিল : [৩] লাদাখের পর এবার উত্তেজনা দেখা দিলো তিব্বত-অরুণাচল সীমান্তে। ইস্টমোজো, ইন্ডয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস
[৪] গত সপ্তাহে দিবাং ভ্যারি জেলায় এই ঘটনা ঘটে। তবে সেখানে সংঘর্ষ বা প্রাণহানির কোনও ঘটনা ঘটেছে কিনা তা জানা যায়নি।
[৫] ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোর একটি সূত্র জানায়, ভারতীয় সেনারা নিয়মিত টহলে ছিলেন। এসময় চীনা সেনারা হঠাৎই মুখোমুখি অবস্থানে চলে আসে। এক পর্যায়ে শুরু হয় তর্কবিতর্ক। এরপর দুই পক্ষই পতাকা প্রদর্শন করে নিজ নিজ ভূমিতে ফিরে যায়।
[৬] স্থানীয়রা বলছেন, এই এলাকায় এই ধরণের ঘটনা পায়ই ঘটে। তবে সাম্প্রতিক সময়ে লাদাথ সীমান্তে ঘটনার কারণে তারা আতঙ্ক বোধ করছেন।
[৭] এদিকে অরুণাচল সীমান্তে অতি দ্রুত গতিতে অবকাঠামো নির্মাণ করছে চীন। শনিবার ইয়ারলুং সংপো নদীর উপর একটি গুরুত্বপূর্ণ রেলসেতুর নির্মাণ কাজ শেষ করেছে চীনা কোম্পানিগুলো। ব্রহ্মপুত্রের এই চীনা অংশটি সীমান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। সম্পাদনা: ইকবাল খান