শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৩ জুন, ২০২০, ০১:০২ রাত
আপডেট : ২৩ জুন, ২০২০, ০১:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৭৬ কর্মকর্তা-কর্মচারী কোভিড-১৯ শনাক্ত

ইসমাঈল ইমু : [২] ফায়ার সার্ভিস সূত্র জানায়, এদের মধ্যে ১০১ জন স্স্থু হয়ে উঠেছেন। বাকিদের কেউ কেউ হোম কোয়ারেনটাইনে অথবা অফিস কোয়ারেনটাইনে রাখা হয়েছে।

[৩] শনাক্তদের মধ্যে ২৩ জন সদর দফতর সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের, ১৯ জন তেঁজগাও ফায়ার স্টেশনের, ৩২ জন অধিফতরের বিভিন্ন শাখার, ৯ জন সদরঘাট ফায়ার স্টেশনের, ১২ জন হাজারীবাগ ফায়ার স্টেশনের, আট জন কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের, ১২ জন ডিইপিজেট ফায়ার স্টেশন (সাভার)-এর, আট জন সাভার ফায়ার স্টেশনের, এক জন লালবাগ ফায়ার স্টেশনের।

[৪] এছাড়া এক জন মোহাম্মদপুর ফায়ার স্টেশনের, দুজন মানিকগঞ্জ ফায়ার স্টেশনের, তিনজন ডেমরা ফায়ার স্টেশনের, চারজন খিলখাও ফায়ার স্টেশনের, সাতজন মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের, একজন পলাশী ফায়ার স্টেশনের, ছয়জন সিলেট ফায়ার স্টেশনের।

[৫] তাছাড়াও বড়লেখা, কুলাউড়া ফায়ার স্টেশনের (সিলেট), কেরানীগঞ্জ ফায়ার স্টেশন, টঙ্গী ফায়ার স্টেশনে একজন করে শনাক্ত হয়েছেন। ফুলপুর ফায়ার স্টেশনে পাঁচজন, টাঙ্গাইল ফায়ার স্টেশন, সালতা ফায়ার স্টেশনে (ফরিদপুর) এক ও রংপুর কন্ট্রোল রুমের চারজন শনাক্ত হয়েছেন।

[৬] অন্যদিকে সৈয়দপুর ফায়ার স্টেশন, পটিয়া ফায়ার স্টেশন, লক্ষ্মীপুর ফায়ার স্টেশন, মাটিরাঙা ফায়ার স্টেশনে একজন করে, বারিধারা ফায়ার স্টেশনের তিনজন, পোস্তগোলা ফায়ার স্টেশনের কর্মী একজন ও চট্টগ্রামের লামা স্টেশনের চার কর্মী শনাক্ত হয়েছেন। তাদের পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সেন্টার ও রূপগঞ্জের ইউসুফ স্কুলসহ বিভিন্ন স্থানে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়