শিরোনাম
◈ একপাক্ষিক নির্বাচনের শঙ্কা জামায়াত- এনসিপির, কী বলছে ইসি? ◈ স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভি ফুটেজে যা দেখা গেল (ভিডিও) ◈ এলপিজি নিয়ে সংকট: বৃহস্পতিবার থেকে বিক্রি বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ী সমিতির ◈ জকসু নির্বাচনে শীর্ষ তিন পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয় ◈ বি‌পিএল, সিলেট টাইটান্স‌কে হারিয়ে আবার শী‌র্ষে চট্টগ্রাম রয়‌্যালস ◈ ট্রাম্প ভেনেজুয়েলার যা করেছেন, চাইলে বাংলাদেশেও করুন, কিন্তু খেলোয়াড় কেন: জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী ◈ এবার লিটন দাসের চুক্তিও বাতিল করল ভারতীয় প্রতিষ্ঠান! ◈ বড় বাজারে অর্ডার কম, নতুন বাজারেও ধাক্কা: পোশাক রফতানিতে চ্যালেঞ্জ ◈ এবারের নির্বাচন লাইনচ্যুত রেলকে লাইনে ফেরানোর চেষ্টা: নির্বাচন কমিশনার সানাউল্লাহ ◈ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

প্রকাশিত : ২২ জুন, ২০২০, ০৩:৫৭ রাত
আপডেট : ২২ জুন, ২০২০, ০৩:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ত্রাণ বিতরণে ক্রিকেটারদের এবার নির্দেশনা দেবে বিসিবি

নিজেস্ব প্রতিবেদক: করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। জাতীয় দলের ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা, নাজমুল ইসলাম অপু ছাড়াও করোনায় আক্রান্ত হয়েছেন তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবাল, তার মা, নাফিস ইকবালের স্ত্রী ও সন্তান।

[২]ক্রিকেটার এবং ক্রিকেটারদের পরিবারের সদস্যরা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় চিন্তিত বিসিবি। করোনাকালীন সময়ে অসহায় মানুষের কাছে যাচ্ছেন ক্রিকেটাররা, করছেন ত্রাণ বিতরণ। বিসিবির শঙ্কা তাতে করে ক্রিকেটাররা আক্রান্ত হচ্ছেন করোনায়। যার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ক্রিকেটারদের ত্রাণ বিতরণ নিয়ে নির্দেশনা দিতে যাচ্ছে।

[৩]বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, করোনকালে ক্রিকেটাররা ত্রাণ বিতরণ করছেন। অনেকে নিজে স্ব-শরীরে গিয়ে ত্রাণ বিতরণ করছেন। কেউ অন্য কারো মাধ্যমে ত্রাণ বিতরণ করছেন। এতোদিন বিষয়টি নিয়ে ভাবেনি বোর্ড। তবে এবার ভাবার সময় এসেছে।

[৪]ক্রিকেটাররা এখন বেশি সতর্ক। মাশরাফিই স্ব-শরীরে ত্রাণ বিতরণ করেছেন, কারণ ক্রিকেট ব্যক্তিত্বের পাশাপাশি তিনি কিন্তু একজন জনপ্রতিনিধিও। সেজন্য নিজ এলাকায় সাধারণ মানুষদের স্ব-শরীরে গিয়ে সাহায্য করেছেন। কিন্তু বর্তমান জাতীয় দলের আর কোনো ক্রিকেটারই এখন আর স্ব-শরীরে ত্রাণ বিতরণ করছে না।

[৫]তারা অন্য কারো মাধ্যমে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং অর্থ সাহায্য করে যাচ্ছেন। তবে বিসিবি এখন পর্যন্ত কোনো নির্দেশিকা দেয়নি। তবে এখন সময় এসেছে বোর্ড থেকে একটা নির্দেশিকা দেওয়ার।

[৬]যেখানে বলা থাকবে, মানবিক কারণে অতি অবশ্যই করোনাকালীন সময়ে সাহায্য সহযোগিতা করা যাবে। তবে সেটা স্ব-শরীরে গিয়ে নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়