শিরোনাম
◈ নিউইয়র্কে জোহরান মামদানির জয়: কেন ক্ষুব্ধ মোদি সমর্থকেরা? আল–জাজিরার প্রতিবেদন ◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা

প্রকাশিত : ২২ জুন, ২০২০, ০৩:৫৭ রাত
আপডেট : ২২ জুন, ২০২০, ০৩:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ত্রাণ বিতরণে ক্রিকেটারদের এবার নির্দেশনা দেবে বিসিবি

নিজেস্ব প্রতিবেদক: করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। জাতীয় দলের ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা, নাজমুল ইসলাম অপু ছাড়াও করোনায় আক্রান্ত হয়েছেন তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবাল, তার মা, নাফিস ইকবালের স্ত্রী ও সন্তান।

[২]ক্রিকেটার এবং ক্রিকেটারদের পরিবারের সদস্যরা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় চিন্তিত বিসিবি। করোনাকালীন সময়ে অসহায় মানুষের কাছে যাচ্ছেন ক্রিকেটাররা, করছেন ত্রাণ বিতরণ। বিসিবির শঙ্কা তাতে করে ক্রিকেটাররা আক্রান্ত হচ্ছেন করোনায়। যার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ক্রিকেটারদের ত্রাণ বিতরণ নিয়ে নির্দেশনা দিতে যাচ্ছে।

[৩]বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, করোনকালে ক্রিকেটাররা ত্রাণ বিতরণ করছেন। অনেকে নিজে স্ব-শরীরে গিয়ে ত্রাণ বিতরণ করছেন। কেউ অন্য কারো মাধ্যমে ত্রাণ বিতরণ করছেন। এতোদিন বিষয়টি নিয়ে ভাবেনি বোর্ড। তবে এবার ভাবার সময় এসেছে।

[৪]ক্রিকেটাররা এখন বেশি সতর্ক। মাশরাফিই স্ব-শরীরে ত্রাণ বিতরণ করেছেন, কারণ ক্রিকেট ব্যক্তিত্বের পাশাপাশি তিনি কিন্তু একজন জনপ্রতিনিধিও। সেজন্য নিজ এলাকায় সাধারণ মানুষদের স্ব-শরীরে গিয়ে সাহায্য করেছেন। কিন্তু বর্তমান জাতীয় দলের আর কোনো ক্রিকেটারই এখন আর স্ব-শরীরে ত্রাণ বিতরণ করছে না।

[৫]তারা অন্য কারো মাধ্যমে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং অর্থ সাহায্য করে যাচ্ছেন। তবে বিসিবি এখন পর্যন্ত কোনো নির্দেশিকা দেয়নি। তবে এখন সময় এসেছে বোর্ড থেকে একটা নির্দেশিকা দেওয়ার।

[৬]যেখানে বলা থাকবে, মানবিক কারণে অতি অবশ্যই করোনাকালীন সময়ে সাহায্য সহযোগিতা করা যাবে। তবে সেটা স্ব-শরীরে গিয়ে নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়