শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ২২ জুন, ২০২০, ১২:২২ দুপুর
আপডেট : ২২ জুন, ২০২০, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহানা হুদা : বার্মা থেকে আনা বাবার লুঙ্গিটি

শাহানা হুদা :  ১৯৭৮/৭৯ সালের দিকে আব্বাকে তার পরিচিত এক ভদ্রলোক বার্মা থেকে বেশ চকচকে, জবরজং রঙের, সিল্ক টাইপের একটি লুঙ্গি এনে দিলো । তখনকার দিনে আজকালকার মত এত মানুষ বিদেশে যেত না । কাজেই এরকম একটা উপহার পেয়ে আব্বাতো দারুণ খুশি । ছোটদের মত টানা কিছুদিন ঐ লুঙ্গিটিই ধুয়ে ধুয়ে পরলো।

সে না হয় পরলো, কিন্তু অসুবিধাটা হলো সেই লুঙ্গি এবং লুঙ্গিকে কেন্দ্র করে আলোচনা পর্বটি। বাসায় যেই আসতো তাকেই আব্বা লুঙ্গিটা দেখাতো এবং বার্মার কাপড়, ব্যবসা ইত্যাদি প্রসঙ্গে কিছু না কিছু একটা আলোচনা হতোই । ব্যাপারটা বাসার লোকদের কাছে রীতিমত অত্যাচারের পর্যায়ে পৌঁছুলো। আব্বা এররকম একটা উদ্ভট জবরজং লুঙ্গি পরে বসে আছে, এটাই ছিল আমার কাছে সবচেয়ে বিরক্তিকর অনুভূতি।

প্রায় বছরখানেক পরার পর লুঙ্গিটি এখানে-ওখানে ছিঁড়ে গেল । আমরা ভাবলাম যাক এবার মনেহয় এর পাট চুকবে। কিছুদিন এই লুঙ্গি পরাটা বন্ধ থাকলো। একদিন আমাদের বাসায় চাকরির ট্রেনিং সূত্রে হাজির হলো আমার খালাতো বোন লুসি আপা, যে ছিল সেলাই বিদ্যায় খুব পটিয়সী। ব্যস আব্বার মাথায় আবার নতুন করে ঐ লুঙ্গির চিন্তা এল, এটা দিয়ে আর কী কী হতে পারে ?

এবার লুসি আপার উপর দায়িত্ব পড়লো লুঙ্গিটা দিয়ে আব্বাকে টুপি বানিয়ে দেয়ার। প্রথমে লুসি আপা বেশ থতমত খেলেও বুঝতে পারলো যে খালুর এই কাজ তাকে করতেই হবে, নতুবা নিস্তার নাই । সেই লুঙ্গি থেকে প্রায় ৪/৫ টা টুপি বানানো হল । তারপর আরো বেশ কিছুদিন যাবত আব্বা সেই লুঙ্গি থেকে বানানো টুপি একনাগাড়ে পরে বেড়ালো । প্রথম প্রথম বেশ অস্বস্তি হলেও, আমরা ক্রমেই এই লুঙ্গি টুপির ব্যাপারটাতেও অভ্যস্ত হয়ে উঠেছিলাম।

ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়