মিনহাজুল আবেদীন : [২] রোববার সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে। বাংলাট্রিবিউন
[৩] জাতীয় সংসদের চলতি বাজেট অধিবেশনের পরবর্তী চার কার্যদিবসে অংশগ্রহণের জন্য নির্ধারিত ১৭০ জন সংসদ সদস্যের কোভিড-১৯ পরীক্ষার অংশ হিসেবে শনিবার থেকে নমুনা সংগ্রহ শুরু হয়েছে। সবার স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
[৪] সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেন, ‘তালিকা অনুযায়ী এই অধিবেশনের আগামী চার দিবসে যেসব এমপির যাওয়ার কথা রয়েছে, আমরা কেবল তাদেরই নমুনা পরীক্ষার উদ্যোগ নিয়েছি। এটা বাধ্যতামূলক নয়, তবে তালিকা অনুযায়ী সবাই সাড়া দিচ্ছেন।’
[৫] এ পর্যন্ত অন্তত ১৫ জন এমপি করোনায় আক্রান্ত হয়েছেন। সর্বশেষ শনিবার নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা কোভিড-১৯ আক্রান্ত হন। এছাড়া, সংসদ সচিবালয়ের প্রায় ১০০ জনের মতো কর্মকর্তা-কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন।