শিরোনাম
◈ তারেক রহমান মনোনয়নপ্রত্যাশীদের যে বার্তা দিলেন ◈ বিমানবন্দরে জাপানি অপারেটর অনিশ্চিত, চট্টগ্রাম বন্দরে বিদেশী হাতে টার্মিনাল দেওয়ার প্রস্তুতি ◈ সময় থাকতে ইসরায়েলের বিপজ্জনক প্রবণতা রুখে দিন: আরবদের প্রতি বিশ্লেষকের সতর্কবার্তা ◈ ফেব্রুয়া‌রির নির্বাচনে সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা নিয়ে নানা আলোচনা যে কারণে ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ম্যানচেস্টার সি‌টি‌কে হারা‌লো  অ্যাস্টন ভিলা ◈ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ শুরু হ‌চ্ছে আজ সন্ধ‌্যায়  ◈ সোমবার বিকা‌লে থাইল্যান্ডের মু‌খোমু‌খি হ‌বে  বাংলাদেশ নারী দল ◈ অবশেষে বেনাপোল-পেট্রাপোল বাণিজ্য স্বাভাবিক, ট্রাক চলাচলে নতুন সময়সীমা নির্ধারণ ◈ মূলধন ঘাটতির দুঃস্বপ্নে ব্যাংক খাত, আমানতকারীরা সবচেয়ে ঝুঁকিতে ◈ জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথে অগ্রসর হওয়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের

প্রকাশিত : ১৯ জুন, ২০২০, ০৬:০২ সকাল
আপডেট : ১৯ জুন, ২০২০, ০৬:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চায়ের দোকানে নাসিমকে নিয়ে ‘ব্যঙ্গ’, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ডেস্ক রিপোর্ট : [২] বগুড়ার ধুনট উপজেলায় বিএনপি নেতা ও ইউনিয়ন পরিষদ সদস্য (ইউপি) সদস্য রফিকুল ইসলামের বিরুদ্ধে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে ব্যাঙ্গ করার অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্যের মৃত্যুতে এমনকি মিষ্টি বিতরণের প্রস্তুতি নেওয়া হয়েছিল।

[৩] এ ঘটনার পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন বাদী হয়ে ওই ইউপি সদস্যর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

[৪] মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত রফিকুল ইসলাম উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের কৈয়াগাড়ি গ্রামের রইচ উদ্দিনের ছেলে। তিনি ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য ও পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। গত ১৩ জুন দুপুরের দিকে রফিকুল ইসলাম তার লোকজন নিয়ে ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে একটি চা স্টলে বসে গল্প-গুজব করছিলেন।

[৫] এ সময় উপস্থিত লোকজনের মাঝে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যু নিয়ে নানা ধরনের ব্যঙ্গ করেন রফিকুল ইসলাম। এ ছাড়া নাসিমের মৃত্যুতে আনন্দ উল্লাসের একপর্যায়ে তিনি লোকজনের মাঝে মিষ্টি বিতরণের প্রস্তুতি নেন। তখন এ বিষয়টির প্রতিবাদ করেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। একপর্যায়ে উত্তেজনার সৃষ্টি হলে কৌশলে ঘটনাস্থল ত্যাগ করেন রফিকুল ইসলাম।

[৬] পরবর্তীতে এ ঘটনাটি জানাজানি হওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন বাদী হয়ে রফিকুল ইসলামের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। এ ঘটনার পর থেকে বিএনপি নেতা ও ইউপি সদস্য রফিকুল ইসলাম পলাতক রয়েছেন।

[৭] ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ‘সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে ব্যঙ্গ করার অভিযোগটি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়