শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১৮ জুন, ২০২০, ০৫:০৫ সকাল
আপডেট : ১৮ জুন, ২০২০, ০৫:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শবনম ফারিয়ার বাবার জন্য গান লিখলেন জয় (ভিডিও)

তন্নীমা আক্তার : [২] মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়ার বাবাকে উৎসর্গ করে তার জন্য গান লিখলেন শাহরয়িার নাজিম জয়।গতকাল ১৬ই জুন ইউটিউবে প্রকাশ পায় জয়ের লিখা ২৫তম গান। বাংলা ট্রিবিউন, মানবজমিন

[৩] গানের কথাগুলো এমন; বাবা সত্যি কি আমায় ছেড়ে চলে যাবে/ কথা বলো বাবা, একটা কথা বলো/ হঠাৎ কেন তোমার যাবার সময় হলো—এমন হৃদয়ছোঁয়া কথায় সাজানো শিরোনামের গানটিতে কণ্ঠ ও সুর দিয়েছেন শান সায়েক। গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশ পেয়েছে এই সংগীতশিল্পীর ইউটিউব চ্যানেল।

[৪] গণমাধ্যমকে জয় জানান, গানটি সৃষ্টির পেছনে রয়েছে একজন অভিনেত্রীর অবদান। আমার একজন সহকর্মীর অসংখ্য ফেসবুক স্ট্যাটাস থেকে অনুপ্রাণিত হয়ে এই গানটি লেখার তাড়না অনুভব করি। যার সঙ্গে আমার কোনও কাজ হয়নি, এমনকি ব্যক্তিগত পরিচয়ও নেই। তবু আমি তার আবেগঘন ফেসবুক স্ট্যাটাসে ডুবে গিয়ে গানটি লিখেছি। বলছি অভিনেত্রী শবনম ফারিয়ার কথা।’

[৫] জয় আরো জানান, বছর তিনেক আগে শবনম ফারিয়ার বাবা অসুস্থ ছিলেন। তখন অসুস্থ বাবাকে ঘিরে এই অভিনেত্রী ফেসবুকে প্রচুর স্ট্যাটাস দিতেন। এরমধ্যে তার বাবা মারা গেলেন। বাবাকে হারিয়ে ফারিয়ার স্ট্যাটাসে নেমে আসে আরও হতাশা আর বেদনার ছাপ। সেই বিষয়টি শাহরিয়ার নাজিম জয়ের ভেতরে গভীর দাগ ফেলে। অনেকটা শবনম ফারিয়ার বেদনাকে খানিক ছুঁয়ে দেখার আবেগ থেকেই আড়াই বছর আগে গানটি লেখেন তিনি।

[৬] জয় বলেন, ‘আমি আসলে ফারিয়ার দুঃখে দুঃখিত হয়ে গানটি লেখার চেষ্টা করেছি। যেটা সে নিজেও জানে না। আগেই বলেছি, তার সঙ্গে আমার সে অর্থে সরাসরি কোনও পরিচয় নেই। কিন্তু একজন বাবার জন্য তার সন্তানের যে হাহাকার, সেটা আমাকে নাড়া দিয়েছে। এবং আমি লক্ষ করছি, ফারিয়া এখনও তার স্ট্যাটাসে বাবার শূন্যতা খুঁজে ফিরে।’
২০১৭ সালের ১৬ জুলাই মৃত্যুবরণ করেন শবনম ফারিয়ার বাবা মীর আবদুল্লাহ।

[৭] এদিকে গানটির শিল্পী ও সুরকার শান সায়েক বলেন, ‘বাবাকে নিয়ে এটাই আমার প্রথম গান। এটি গাওয়ার সময় আমি কেঁদেছি। অনেক দরদ দিয়ে তৈরি করা একটি গান।’

[৮] শবনম ফারিয়াও জয়কে তার ফেসবুক ওয়ালে ধন্যবাদ জানিয়েছেন

https://www.youtube.com/watch?time_continue=17&v=xUWLrtFxb6I&feature=emb_title

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়