শিরোনাম
◈ সরকারের একটি মহল কিছু কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস ◈ ডোনাল্ড ট্রা‌ম্পের গ্রিনল্যান্ড দখ‌লের প‌রিকল্পনার প্রতিবা‌দে বিশ্বকাপ ফুটবল বয়কটের ডাক জার্মানির! ◈ বিশ্বকাপ জয়ের দাবিদার দল নয় বাংলা‌দেশ, না খেললে ক্রিকেটের ক্ষতি হবে না : অতুল ওয়াসান ◈ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলো বাংলাদেশ (ভিডিও) ◈ ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, এবার দিল্লিকে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮তম বিশেষ বিসিএস: ৩২৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগ ◈ ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব ◈ একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান (ভিডিও) ◈ তিন নেতার কবর জিয়ারত করে নির্বাচনি প্রচারণা শুরু এনসিপির ◈ ৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল

প্রকাশিত : ১৮ জুন, ২০২০, ০১:৩১ রাত
আপডেট : ১৮ জুন, ২০২০, ০১:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেপ্টেম্বরের শেষেই দর্শকশূন্য মাঠে শুরু হচ্ছে আইপিএল

এল আর বাদল : [২] টি-২০ বিশ্বকাপ বাতিল হয়ে গেলে আইপিএল শুরু হতে পারে ২৬ সেপ্টেম্বর। চলবে ৮ নভেম্বর পর্যন্ত। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই যেভাবে এগোচ্ছে, তাতে মনে হচ্ছে, বিশ্বকাপ বাতিলের খাতাতেই চলে যাচ্ছে। কারণ মঙ্গলবারই ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দিয়েছে, এ বছর বিশ্বকাপ হওয়াটা কার্যত অসম্ভব। সবকিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শুরু হতে পারে আইপিএল। এবং তা ঘরের মাঠেই হবে। একই সঙ্গে অবশ্যই ফাঁকা স্টেডিয়াম অর্থাৎ দর্শকশূন্য স্টেডিয়ামেই খেলা হবে।- সংবাদ প্রতিদিন

[৩] দুটো ভেন্যুতে খেলাগুলো হবে। তবে কোন দু’টি ভেন্যুতে খেলাগুলো হবে, তা এখনও পর্যন্ত ঠিক হয়নি। তবে চেন্নাই, বেঙ্গালুরু এবং মুম্বইয়ের মধ্যে যেকোনও দু’টি-তে খেলা হবে। করোনা কারণে মুম্বইয়ের অবস্থা খুবই খারাপ। তবে এর মধ্যে যদি পরিস্থিতি ঠিক হয়ে যায়, তা হলে ভেন্যু হিসাবে মুম্বই প্রথম পছন্দের। কারণ, মুম্বইয়ের হোটেল বা অনান্য বিষয়গুলি সহজলভ্য। ম্যাচ আয়োজনের ক্ষেত্রে সমস্যা হবে না। মুম্বইয়ের পরিস্থিতির উন্নতি না হলে সেক্ষেত্রে চেন্নাই এবং বেঙ্গালুরুতে আইপিএল আয়োজন হতে পারে। তবে করোনার কারণে চেন্নাইয়ের পরিস্থিতিও খুব একটা ভাল জায়গায় নেই।

[৪] বিসিসিআই অবশ্য ঠিক করেছে, চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করে রাখবে। হোটেলেও পর্যাপ্ত স্বাস্থ্যবিধি মেনে চলা হবে। ক্রিকেটারদের কোনওরকম সমস্যা না হয়, সেদিকে নজর রাখা হবে। তবে সবকিছুই নির্ভর করছে আইসিসির বৈঠকের উপর।

[৫] আইসিসির বৈঠক ১০ জুলাই হওয়ার কথা। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে টি-২০ বিশ্বকাপের। বিসিসিআইও চাইছে এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হোক। তা হলে আইপিএল আয়োজন করতে সুবিধা হবে। কিন্তু ভারতে এই মুহূর্তে করোনা ভাইরাসের যা প্রভাব, তাতে এই ব্যাপারে একটা প্রশ্ন থেকে যাচ্ছে। ফলে সবকিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরের শেষে আইপিএল হতে পারে।- ইন্ডিয়ান এক্সপ্রেস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়