শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভ ঘিরে বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র, পুলিশ মোতায়েন ◈ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মেডিকেল বোর্ডের সভা অনুষ্ঠিত, পরীক্ষা-নিরীক্ষা শেষে সিদ্ধান্ত ◈ চুয়াডাঙ্গায় পানের বরজে আগুন ◈ মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করবে ডিবি ◈ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি ◈ নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি ◈ মানবপাচার ও অঙ্গপ্রত্যঙ্গ বিক্রিসহ বিভিন্ন অভিযোগে মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদ করা হবে: ডিবি প্রধান ◈ চুয়াডাঙ্গা ও যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪৩ ডিগ্রি ◈ কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার আসামি গ্রেপ্তার  ◈ সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব: প্রধান বিচারপতি 

প্রকাশিত : ১৭ জুন, ২০২০, ০১:৫২ রাত
আপডেট : ১৭ জুন, ২০২০, ০১:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য ৪ এয়ারলাইন্স আবেদন করলেও এখনই অনুমোদন নয়

লাইজুল ইসলাম : [২] বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, যেসব এয়ারলাইন্স আবেদন করেছেন তাদের দেশে আমাদের নাগরিক বা বিমান ঢুকতে দিতে হবে। যদি এই শর্ত পূরণ হয় তবেই এই চারটি এয়ারলাইন্সকে অনুমতি দেয়া হবে।

[৩] তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস, এয়ার অ্যারাবিয়া, ফ্লাই দুবাই এবং তুরস্কের তার্কিশ এয়ারলাইন্স আবেদন করেছে। আরব আমিরাত ও তুরস্কসহ যেসব দেশে এসব বিমান চলাচল করে সেসব দেশ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কিনা তাও দেখতে হবে। যদি তারা বিমান চলাচল ও আমাদের দেশের জনগণের যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয় তখন হয়তো বিবেচনা করা যাবে।

[৪] মফিদুর রহমান বলেন, আমরা সংশ্লীষ্ট দেশের সিভিল এভিয়েশনগুলোকে চিঠি দিয়েছি। আমাদের নাগরিক ও বিমান সংস্থাগুলোকে তারা কি ধরনের সুযোগ সুবিধা দিবে তাও জানার দরকার আছে। এছাড়া আমরা যেভাবে এই মুহুর্তে আন্তর্জাতিক বিমান পরিচালনা করছি তা এক সপ্তাহ দেখতে চাই। এগুলো দেখে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

[৫] সিভিল এভিয়েশন চেয়ারম্যান বলেন, এই মুহুর্তে আমাদের আন্তর্জাতিক রুটে ফ্লাইট বাড়াতে হলে অকে কিছু দেখার ও বোঝার বিষয় আছে। কতটুকু ক্যাসিটি আমাদের আছে সেটাও বুঝতে হবে। তাছাড়া যারা আসবে, যারা যাবে তাদের জন্য কি কি নির্দেশনা থাকবে তাও দেখতে হবে। সব কিছু মিলেয়ে একটি আন্তর্জাতিক রুটে বিমান চলাচলের রুটের সিদ্ধান্ত নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়